বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
পথিক্ হে,
ওই-যে চলে,
ওই-যে চলে
পাঠ ও পাঠভেদ:
পথিক্ হে,
ওই-যে চলে,
ওই-যে চলে
সঙ্গী তোমার দলে দলে
॥
অন্যমনে
থাকি কোণে,
চমক
লাগে ক্ষণে ক্ষণে-
হঠাৎ শুনি
জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে
॥
পথিক হে,
পথিক
হে,
যেতে যেতে
পথের থেকে
আমায় তুমি
যেয়ো ডেকে।
যুগে বারে
বারে এসেছিলে আমার দ্বারে-
হঠাৎ যে তাই
জানিতে পাই,
তোমার চলা হৃদয়তলে
॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
গানটির পাঠভেদ
আছে।
স্বরবিতান চতুস্ত্রিংশ
খণ্ডের (সংস্করণ বৈশাখ ১৩৭৭)
৭১ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের
পাঠভেদটি তুলে ধরা হলো।
হঠাৎ যে
তাই জানিতে পাই : কথার অংশ,
গীতিবীথিকা
(বৈশাখ ১৩২৬)
গীতবিতান
(আশ্বিন১৩৩৮)
হঠাৎ যে
তাই শুনিতে পাই : স্বরলিপি,
গীতিবীথিকা (বৈশাখ ১৩২৬)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: আশ্বিন ১৩২৫ বঙ্গাব্দ।
রবীন্দ্রনাথের
৫৭ বৎসর ১০ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর পূজা (উপ-বিভাগ : পথ ৯) পর্যায়ের ৫৬৭ সংখ্যক গান।
গীতিবীথিকা (বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ)।
লিপিকা (১৩২৯ বঙ্গাব্দ)। স্বর্গমর্ত নাটিকার শেষ গান। রবীন্দ্ররচনাবলী ষড়্বিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৭৭।
স্বরবিতান চতুস্ত্রিংশ (৩৪, গীতিবীথিকা ) খণ্ডের (সংস্করণ বৈশাখ ১৩৭৭) দ্বিতীয় গান। পৃষ্ঠা ৭-৮।
পত্রিকা:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান চতুস্ত্রিংশ খণ্ডে (সংস্করণ বৈশাখ ১৩৭৭) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪।৪।৪ মাত্রা ছন্দে 'ত্রিতাল' -এ নিবদ্ধ।
গ্রহস্বর-নর্সা। লয়-দ্রুত।
গানটি রবীন্দ্রনাথের ৫৭ বৎসর ১০ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. রচনাকাল ও স্থান :
ঘ. প্রাসঙ্গিক পাঠ :
ঙ. স্বরলিপিকার : দিনেন্দ্রনাথ ঠাকুর।
চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :