হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো―
সুর হারালেম অশ্রুধারে॥
                
তরী তোমার সাগরনীরে,    আমি ফিরি তীরে তীরে,
                      
ঠাঁই হল না তোমার সোনার নায় গো―
পথ কোথা পাই অন্ধকারে॥
হায় গো, নয়ন আমার মরে দুরাশায় গো,
চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে।
যে ঘরে ওই প্রদীপ জ্বলে তার ঠিকানা কেউ না বলে,
বসে থাকি পথের নিরালায় গো
চির-রাতের পাথার-পারে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: 
	
	১৩২৮ 
	বঙ্গাব্দের আশ্বিনে শান্তিনিকেতনে এই 
	
	গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৬০ বৎসর ৫ মাস বয়সের রচনা। 
	
	[সূত্র : 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]
 
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৬২১। [নমুনা: ৬২১]
রেকর্ডসূত্র:
		প্রকাশের 
		কালানুক্রম: 
 
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: