বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যেন
কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায় সরে সরে।
পাঠ ও পাঠভেদ:
যেন কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায় সরে সরে।
পাড়ি দেয় কালো নদী, আয় রজনী, দেখবি যদি―
কেমনে তুই রাখবি ধ’রে, দূরের বাঁশি ডাকল ওরে।
প্রহরগুলি বিলিয়ে দিয়ে সর্বনাশের সাধন কী এ।
মগ্ন হয়ে রইবে বসে মরণ-ফুলের মধুকোষে―
নতুন হয়ে আবার তোরে মিলবে বুঝি সুধায় ভ’রে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
প্রবাহিনী
-তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে
ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০), পর্যায়: প্রেম ও প্রকৃতি-৬৯, পৃষ্ঠা: । [নমুনা: ]
তৃতীয় খণ্ড,
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ), বিবিধ ১৯, পৃষ্ঠা: ১১০। [নমুনা]
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের কালানুক্রম:
স্বরলিপিকার: