বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
যে দিন সকল মুকুল গেল ঝরে
পাঠ 
ও পাঠভেদ: 
যে দিন সকল মুকুল গেল ঝরে
আমায় ডাকল কেন গো, এমন করে॥
যেতে হবে যে পথ বেয়ে শুকনো পাতা আছে ছেয়ে,
হাতে আমার শূন্য ডালা কী ফুল দিয়ে দেবো ভরে॥
গানহারা মোর হৃদয়তলে
তোমার ব্যাকুল বাঁশি কী যে বলে।
নেই আয়োজন, নেই মম ধন, নেই আভরণ, নেই আবরণ―
রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহুডোরে॥
	পাঠভেদ: 
	
যে দিন সকল মুকুল গেল ঝরে
	                    আমায় 
	ডাকলে কেন                
	:   গীতবিতান ১ (শ্রাবণ ১৩৩৯ ও ভাদ্র ১৩৪৬)
	                    সেদিন ডাকলে কেন                
	:   গীতবিতান ১ (১৩৩৩ ও ১৩৪৫)
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অয়ন (শ্রাবণ ১৩৩০ বঙ্গাব্দ)।
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) ৩৬ সংখ্যক গান। পৃষ্ঠা : ১১৪-১১৬।
রেকর্ডসূত্র: নাই।
		প্রকাশের 
		কালানুক্রম:
 
		স্বরলিপিকার:
		
		
		দিনেন্দ্রনাথ 
		ঠাকুর
		
        
		[দিনেন্দ্রনাথ 
		ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা] 
		
                     [স্বরলিপি] 
সুর ও তাল:
			
			
			স্বরবিতান
			ত্রিংশ 
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
			খণ্ডের
			(চৈত্র ১৪১৪ 
			বঙ্গাব্দ)
			
			গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের 
			
			উল্লেখ নেই। উক্ত 
			স্বরলিপিটি 
			৩।৩ 
			মাত্রা ছন্দে
			
			দাদরা তালে নিবদ্ধ।
         [দাদরা 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : কেদার নাট। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
রাগ : দেশ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
রাগ : ছায়ানট। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩২।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।