বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
আজ  তালের বনের 
করতালি  কিসের তালে
পাঠ ও পাঠভেদ:
আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে॥
না-দেখা কোন্ বীণা বাজে আকাশ-মাঝে,
না-শোনা কোন্ রাগ রাগিণী শূন্যে ঢালে॥
ওর খুশির সাথে কোন্ খুশির আজ মেলামেশা,
কোন্ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।
তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: জ্যৈষ্ঠ ১৩২৯ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৬১ বৎসর ১ মাস বয়সের রচনা।
			
			স্বরবিতান
			চতুর্দশ 
			(১৪, 
নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫) তৃতীয় গান। পৃষ্ঠা: ১২-১৪।
		
		
	
	
	 
	
	
	স্বরবিতান 
	চতুর্দশ
	(১৪, নবগীতিকা প্রথম খণ্ড) 
খণ্ডে (বৈশাখ ১৪১৫) 
	গৃহীত 
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। 
	উক্ত স্বরলিপিটি 
৪।৪ 
মাত্রা ছন্দে 
	
	কাহারবা 
	 তালে নিবদ্ধ।
	 
	রাগ: 
	দেশ। 
তাল: কাহারবা 
	
	[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, 
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]। 
		রাগ: দেশ। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার 
		চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৪৯।
	
দিনেন্দ্রনাথ ঠাকুর
	         
	[দিনেন্দ্রনাথ 
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
	
	
	
                    
[কাহারবা তালে 
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
                    
[দেশ রাগে নিবদ্ধ 
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: পমা
লয়: মধ্য