বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তোমার হল শুরু,
আমার হল সারা
পাঠ
ও পাঠভেদ:
তোমার হল শুরু, আমার হল সারা—
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা॥
তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথি—
আমার তরে রাতি, আমার তরে তারা॥
তোমার আছে ডাঙা, আমার আছে জল—
তোমার বসে থাকা, আমার চলাচল।
তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়—
তোমার মনে ভয়, আমার ভয় হারা॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 111 [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: MS. NO 111 পাণ্ডুলিপিতে এই গানের তারিখ পাওয়া যায়, '২৭ চৈত্র'। উল্লেখ্য ১৩২২ বঙ্গাব্দের ২১শে চৈত্র থেকে ৩১শে চৈত্র পর্যন্ত রবীন্দ্রনাথ শান্তনিকেতনে ছিলেন। এই সূত্রে বলা যায়, এই গানটি শান্তিনিকেতনে রচিত। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৪ বৎসর ১২ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
পাশ্চাত্য প্রভাব তাল: কাহরবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠ: ৫৭]
রাগ: ইমন, পশ্চিমি প্রভাব। তাল: ত্রিতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১০০।
গ্রহস্বর: সগা