-তে গানটির রচনাকাল
উল্লেখ আছে '৪ বৈশাখ ১৩৩০'। গানটি রবীন্দ্রনাথ তাঁর ৬১ বৎসর ১১ মাস
অতিক্রান্ত বয়সে রচনা করেছিলেন
[রবীন্দ্রনাথের
৬১ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
উল্লেখ্য,
শান্তিনকেতনে গার্লগাইডের জন্য রবীন্দ্রনাথ এই গানটি রচনা
করেছিলেন। এই বিষয়ে শান্তদেব ঘোষ তাঁর ' রবীন্দ্র সঙ্গীত' গ্রন্থে বলেছেন—
'১৩২৯ সনে
শান্তিনিকেতনে বর্তমান শ্রীভবনের গোড়াপত্তন হয়, তখন ছাত্রীদের দিয়ে 'গার্ল গাইড'
তৈরি করবার ইচ্ছায় কলকাতা থেকে একজন ইংরেজ মহিলাকে আনানো হয়েছিল, তিনি একটি গার্ল
গাইড দল তৈরি করে দিয়ে যান। এই দলের জন্য গানের প্রয়োজন হল, 'অগ্নিশিখা এসো এসো'
গানটি লিখে তাদের প্রয়োজন মেটালেন। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে গার্ল গাইডের বাংলা
নামকরণ প্রথমে করেছিলেন 'গৃহদীপ', পরে বদলে করেন 'সহায়িকা'।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
আনুষ্ঠানিক ১৭।
-
গীতমালিকা
- প্রথম খণ্ড প্রথম সংস্করণ [বিশ্বভারতী
১৩৩৩ বঙ্গাব্দ। দশম গান। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল]
-
গৃহপ্রবেশ
- প্রথম
সংস্করণ [বিশ্বভারতী আশ্বিন ১৩৩২। প্রথম অঙ্ক। হিমির গান। পৃষ্ঠা: ৭৮-৭৯। [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
-
রবীন্দ্ররচনাবলী সপ্তদশ খণ্ড
গৃহপ্রবেশ,
হিমির গান পৃষ্ঠা ১৪১]
-
প্রবাহিনী
[বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ) ।
বিবিধ ১১।
পৃষ্ঠা: ১০৪-১০৫ ] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরবিতান ত্রিংশ
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড ) খণ্ডের ১০ম গান। পৃষ্ঠা ৩৬-৩৮] [নমুনা]
- পত্রিকা:
- রেকর্ডসূত্র: ১৯২৬ থেকে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভিতরে এইচএমভি
রেকর্ড এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। শিল্পী ছিলেন নীহারবালা ।
কণ্ঠে এই গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
- প্রকাশের
কালানুক্রম:
গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল
শান্তিনিকেতন পত্রিকা
'র
'ভাদ্র ১৩ ৩০
বঙ্গাব্দ' সংখ্যায়।
১৩৩২
বঙ্গাব্দের আশ্বিন মাসে
গৃহপ্রবেশ
গ্রন্থের
প্রথম সংস্করণে এবং
প্রবাসী পত্রিকায় গৃহপ্রবেশ নাটকের সাথে গানটি প্রকাশিত হয়েছিল। এই বছরের
অগ্রহায়ণ মাসে প্রকাশিত
প্রবাহিনীতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৩৩ বঙ্গাব্দে
গানটি গীতমালিকা
প্রথম খণ্ডের প্রথম সংস্করণে
স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
এ সকল গ্রন্থাদিতে প্রকাশের পর গানটি ১৩৩৯ বঙ্গাব্দে
প্রকাশিত
গীতবিতানের
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর
১৩৪৮
বঙ্গাব্দে প্রকাশিত
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ
আনুষ্ঠানিক ৮ গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
আনুষ্ঠানিক
১৭
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গ. সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী: