গৃহপ্রবেশ
এটি রবীন্দ্রসঙ্গীতের একটি নাটিকা।

১৩২১ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ 'শেষের রাত্রি' নামে একটি ছোটগল্প রচনা করেছিলেন।

১৩৩২ বঙ্গাব্দে এই গল্পটির তিনি নাট্যরূপ দেন। নাটকের প্রবাসী পত্রিকার 'ভাদ্র ১৩৩২' সংখ্যায় রবীন্দ্রনাথে 'কর্মফল' নামে একটি নাটক প্রকাশের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ পরে নাটকটির নাম রাখেন 'গৃহপ্রবেশ'। ১৩৩২ বঙ্গাব্দের আশ্বিন মাসে নাটকটি 'গৃহপ্রবেশ' নামেই প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এই মাসেই বিশ্বভারতী গ্রন্থালয় থেকে 'গৃহপ্রবেশ' নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। এর মূল্য ছিল দশ আনা। প্রকাশকের নাম ও ঠিকানা ছিল- 'শ্রীকরুণাবিন্দু বিশ্বাস। ১০, কর্ণওয়ালিস ষ্ট্রীট, কলিকাতা।

নিচে এই নাটকের প্রথম সংস্করণ এবং প্রবাসীর পাঠে গৃহীত গানগুলোর তালিকা দেওয়া হলো।

প্রথম অঙ্ক:

খেলাঘর বাঁধতে লেগেছি [তথ্য] [নমুনা]
বাজো রে বাঁশরি, বাজো [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
যৌবনসরসীনীরে মিলনশতদল [তথ্য] [নমুনা]
আমার মন চেয়ে রয় [তথ্য] [নমুনা]
আমার মন যখন জাগলি না রে [তথ্য] [নমুনা]
ওই মরণের সাগরপারে চুপে চুপে [তথ্য] [নমুনা]
যদি হল যাবার ক্ষণ [তথ্য] [নমুনা]
অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]

দ্বিতীয় অঙ্ক:

জীবনমরণের সীমানা ছাড়ায়ে। [পূজা-১৩] [তথ্য]

১৩৩২ খ্রিষ্টাব্দে কলকাতা রঙ্গমঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। এই সময় রবীন্দ্রনাথ নাটকটিতে নানা রকম পরিবর্তন আনেন। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী সপ্তদশ খণ্ডে (পৃষ্ঠা: ৪৩৯-৪৫০) এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।