বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
 যৌবনসরসীনীরে মিলনশতদল 
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৭৫ 
	
		
যৌবনসরসীনীরে মিলনশতদল
			কোন্ চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥ 
			শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে,
			তারি গন্ধকেশর-মাঝে
			এক বিন্দু নয়নজল॥ 
			ধীরে বও ধীরে বও, সমীরণ,
			সবেদন পরশন।
			শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর-
			তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছলোছল॥ 
		
	
 
	 
	-  পাণ্ডুলিপির পাঠ: 
	
- পাঠভেদ:   
	
 তার গোপন স্বপ্ন জাগে          
	 
	:গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
 কথার অংশ, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
 কোন্ গোপন স্বপ্ন জাগ          
	 
	:স্বরলিপি, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
 
-  
	তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান: ভাদ্র ১৩৩২ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৬২ 
	বৎসর ৪-৫ মাস বয়সের রচনা।
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- গ্রন্থ
	- 
	গীতবিতান 
		
	- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
 প্রেম (উপ-বিভাগ : প্রেম বৈচিত্র্য 
	৩৪৮) পর্যায়ের ৩৭৫ সংখ্যক গান। 
 
- গৃহপ্রবেশ 
	- বিশ্বভারতী আশ্বিন ১৩৩২। প্রথম অঙ্ক। হিমির গান। পৃষ্ঠা: ৩১। [নমুনা]
- রবীন্দ্ররচনাবলী সপ্তদশ 
	(১৭) খণ্ড। (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ১২০।
 
-  
				 
			স্বরবিতান
				প্রথম খণ্ডের 
			(সংস্করণ ভাদ্র ১৪১৩) ৭ সংখ্যক গান।পৃষ্ঠা: ২৪-২৫] 
			[মূল স্বরলিপি 
সুরান্তর] 
 
- পত্রিকা:
	- প্রবাসী 
(আশ্বিন ১৩৩২)। গৃহপ্রবেশ  নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। হিমির গান। 
পৃষ্ঠা: ৭৬২-৭৬৩। 
 
 
- 
		 গ. 
		 
		সঙ্গীত  বিষয়ক তথ্যাবলী:
		 
			
		 
		
			-  স্বরলিপি:  
			
		
			
-  
			স্বরলিপিকার :  
				 
			স্বরবিতান
				প্রথম খণ্ডের 
			প্রথম সংস্করণে (ভাদ্র ১৩৪২) এই গানটির স্বরলিপিটি ছিল
			
			দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত।  
				 
			স্বরবিতান
				প্রথম খণ্ডের 
			সর্বশেষ সংস্করণ (ভাদ্র ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর 
			হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৬] মূল 
			স্বরলিপিটি অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
 [দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- সুর ও তাল:
			
				-  
								 
			স্বরবিতান
				প্রথম খণ্ডে (সংস্করণ ভাদ্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে 
				রাগ-তালের উল্লেখ নেই।
				উক্ত স্বরলিপিটি ৪।৪ ছন্দে
				কাহারবা
					তালে নিবদ্ধ।
 [কাহারবা তালে নিবদ্ধ গানের তালিকা]
- রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। 
				রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : 
				৭৪]
-  
 ভৈরবী। তাল- কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, 
			প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬। 
- 
		 রাগ : 
			 ভৈরবী। তাল- কাহারবা।
			  [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩২।
-  বিষয়াঙ্গ:  
-  
সুরাঙ্গ: 
-  গ্রহস্বর:  
জ্ঞা
-  লয়:
			 মধ্য