বিষয়: রবীন্দ্রসঙ্গীত। যৌবনসরসীনীরে মিলনশতদল
গান সংখ্যা:
শিরোনাম:
যৌবনসরসীনীরে মিলনশতদল
পাঠ ও পাঠভেদ:
কোন্ চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥
শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে,
তারি গন্ধকেশর-মাঝে
এক বিন্দু নয়নজল॥
ধীরে বও ধীরে বও, সমীরণ,
সবেদন পরশন।
শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর-
তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছলোছল॥
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার:
স্বরবিতান
প্রথম
খণ্ডের
প্রথম সংস্করণে (ভাদ্র ১৩৪২) এই গানটির স্বরলিপিটি ছিল
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত।
স্বরবিতান
প্রথম
খণ্ডের
সর্বশেষ সংস্করণ (ভাদ্র ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর
হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৬] মূল
স্বরলিপিটি অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
[দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : ভৈরবী। তাল-কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৬।
রাগ : ভৈরবী। তাল-কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩২।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: জ্ঞা।
লয়: মধ্য।