বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: যদি হল যাবার ক্ষণ
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম  ১৭৪  
	
		 যদি হল যাবার ক্ষণ
			তবে যাও দিয়ে যাও শেষের পরশন॥
			বারে বারে যেথায় আপন গানে স্বপন ভাসাই দূরের পানে
			মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন-
			সে মোর শূন্য বাতায়ন॥ 
			বনের প্রান্তে ওই মালতীলতা
			করুণ গন্ধে কয় কী গোপন কথা।
			ওরই ডালে আর শ্রাবণের পাখি স্মরণখানি আনবে না কি,
			আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন-
			আমাদের বিরহ মিলন॥ 
		
	
	 
	- 
	পাণ্ডুলিপির পাঠ: 
- তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান: ভাদ্র ১৩৩২ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৬৪ 
		বৎসর  ৪ মাস বয়সের রচনা।
- 
 
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
				- 
				গীতবিতান 
				
					- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।  
					প্রেম (প্রেম বৈচিত্র্য-১৪৭)পর্যায়ের ১৭৪ সংখ্যক গান।
 
-  
	গৃহপ্রবেশ 
	- বিশ্বভারতী আশ্বিন ১৩৩২। প্রথম অঙ্ক। হিমির গান। পৃষ্ঠা: ৭২। [নমুনা]
-  হিমির 
	গান।  রবীন্দ্ররচনাবলী সপ্তদশ 
খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৩৮। 
 
- 
		প্রবাহিনী
		(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। অবসান ১১। পৃষ্ঠা: ৮৩-৮৪। [নমুনা
				প্রথমাংশ,
				শেষাংশ]
 
-  
																			 
	
 স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২)  সপ্তম  গান। পৃষ্ঠা: ২৪-২৬। 	[নমুনা]
 
- পত্রিকা:
			- প্রবাসী 
(আশ্বিন ১৩৩২)। গৃহপ্রবেশ নাটকের সাথে প্রকাশিত হয়েছিল। হিমির গান। পৃষ্ঠা: ৭৭৫।
- সঙ্গীতবিজ্ঞান প্রকাশিকা (শ্রাবণ ১৩৩৬ বঙ্গাব্দ)। অনাদিকুমার 
			দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। 
 
- 
	
 	রেকর্ডসূত্র: নাই।
-  প্রকাশের 
	কালানুক্রম: 
 
 
- গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
	
		- স্বরলিপি:
			[নমুনা]
		
-   
		স্বরলিপিকার:  
		অনাদিকুমার দস্তিদার
		
 [অনাদিকুমার 
		দস্তিদার-কৃত স্বরলিপির তালিকা]
-   
		সুর ও তাল: 
	
		- 
																					 
	
 স্বরবিতান দ্বিতীয় খণ্ডে (সংস্করণ 
	 মাঘ 
১৪১২ ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
			 ৩।৩ ছন্দে  ' 
			 দাদরা
			    
তালে  নিবদ্ধ।
 [দাদরা 
				তালে নিবদ্ধ গানের তালিকা]
- রাগ : দেশ। গানের 
		আরম্ভ সরফর্দা রাগের মতো কিন্তু সঙ্গে সঙ্গেই দেশ আরম্ভ হয়ে যায়। 
		[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের 
		গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
- রাগ : দেশ। তাল:   
 দাদরা।  [রবীন্দ্রসংগীত: 
	রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫। 
- রাগ : দেশ ।  তাল:  
 দাদরা। [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১], পৃষ্ঠা ১২৯।
 
-  বিষয়াঙ্গ: 
		 
-  সুরাঙ্গ: 
	 
- গ্রহস্বর:
		গা।
-  লয়: মধ্য।