প্রবাসী পত্রিকা প্রকাশিত রবীন্দ্রনাথের গান পত্রিকা প্রকাশিত রবীন্দ্রনাথের গান

বাংলাভাষায় প্রকাশিত একটি মাসিক পত্রিকা। এলাহাবাদ কায়স্থ পাঠশালার (কলেজ) অধ্যক্ষ শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় এলাহাবাদ থেকে এই পত্রিকাটি প্রকাশ শুরু করেন। বাংলার বাইরে থেকে অর্থাৎ প্রবাস থেকে প্রকাশিত বলে ইনি এই পত্রিকার নাম দিয়েছিলেন প্রবাসী। পত্রিকাটির মালিক ও সম্পাদক ছিলেন, রামানন্দ চট্টোপাধ্যায় এবং কার্য্যাধ্যক্ষ ছিলে আশুতোষ চক্রবর্তী। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩০৮ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৯০১ খ্রিষ্টাব্দ)।  

এই পত্রিকায় রবীন্দ্রনাথের যে সকল গান প্রকাশিত হয়েছিল, তার বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হলো-
  1. অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে! [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, শেষাংশ] অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ। গীতিগুচ্ছ ১৮
  2. দুঃখের বরষায় চক্ষের জল যেই নামল [পূজা-৪৮] [তথ্য] [নমুনা] অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ। গীতিগুচ্ছ ১
  3. আমি হৃদয়েতে পথ কেটেছি [পূজা-২১৮] [তথ্য] অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ। গীতিগুচ্ছ ২

সূত্র :