বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ কী সুধারস আনে
পাঠ ও পাঠভেদ:
এ কী সুধারস আনে
আজি মম মনে প্রাণে॥
সে যে চিরদিবসেরই, নূতন তাহারে হেরি-
বাতাস সে মুখ ঘেরি মাতে গুঞ্জনগানে॥
পুরাতন বীণাখানি ফিরে পেল হারা বাণী।
নীলাকাশে শ্যামধরা পরশে তাহারি ভরা-
ধরা দিল অগোচরা নব নব সুরে তানে॥
পাণ্ডুলিপির
পাঠ:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম (মজুমদার লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থ দশম খণ্ড (মজুমদার লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থাবলী ()
গান
সিটী বুক সোসাইটী ১৩১৫
ইন্ডিয়ান প্রেস ১৩১৬
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৬২১। [নমুনা: ৬২১]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৯১) পর্যায়ের ১১৮ সংখ্যক গান।
ধর্ম্ম সংগীত
নবগীতিকা প্রথম খণ্ড, (১৩২৯ বঙ্গাব্দ)।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৫৯। পৃষ্ঠা: ১৬২-১৬৩। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র ১২৯২)
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫) ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৫১-৫২।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডে (বৈশাখ ১৪১৫) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র গৌর সারং। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
রাগ: বেহাগ-খাম্বাজ। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
গ্রহস্বর: পা
লয়: মধ্য