বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
গোপন প্রাণে একলা মানুষ যে

পাঠ ও পাঠভেদ:

        গোপন প্রাণে একলা মানুষ যে

তারে  কাজের পাকে জড়িয়ে রাখিস নে

তার  একলা ঘরের ধেয়ান হতে উঠুক-না গান নানা স্রোতে,

       তার আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে

তোর  প্রাণের মাঝে একলা মানুষ যে

তারে  দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।

কোন্  আরেক একা ওরে খোঁজে, সেই তো ওরই দরদ বোঝে—

        যেন পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে