বিষয়:   রবীন্দ্রসঙ্গীত
 
শিরোনাম: আমায় মুক্তি যদি দাও বাঁধন খুলে
পাঠ ও পাঠভেদ: 
	-  গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: পূজা (সাধনা ও সংকল্প-১২) পর্যায়ের ১৮৬ সংখ্যক গান। 
	
	
		
			আমায় 
মুক্তি যদি দাও, বাঁধন খুলে
     
আমি    তোমার 
বাঁধন নেব তুলে ॥
যে পথে ধাই নিরবধি   সে পথ আমার ঘোচে যদি
     
যাব 
তোমার মাঝে পথের ভুলে ॥
       যদি নেবাও ঘরের আলো
তোমার 
কালো আঁধার বাসব ভালো ।
  তীর যদি আর না 
যায় দেখা  তোমার আমি হব একা
             
দিশাহারা সেই অকূলে॥
		
	
 - 
পাণ্ডুলিপির 
	পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- 
পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান-২'এর ১৭৩ 
	পৃষ্ঠা বর্ণিত পাঠভেদটি এখানে দেওয়া হলো।                         
 যে-পথে ধাই নিরবধি         : স্বরবিতান-২ (আশ্বিন ১৩৪৩)
 যে-পথে যাই নিরবধি         : গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
-  তথ্যানুসন্ধান  
		-  ক. রচনাকাল ও স্থান: 
		স্বরবিতান দ্বিতীয় খণ্ডের 'রচনাকাল/প্রকাশকাল'
		 অংশে, গানটির রচনাকাল 
		উল্লেখ করা হয়েছে- '২ আষাঢ় ১৩৩২ বঙ্গাব্দ'। 
		গানটি রচনার সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ২ মাস।
 [রবীন্দ্রনাথের 
		৬৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
			
			
-  
			রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
			
- প্রকাশের কালানুক্রম: 
				 
			গানটি প্রথম  প্রকাশিত হয়েছিল প্রবাহিনী (১৩৩২ বঙ্গাব্দ)-এর সাথে। এরপর ১৩৩৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রকাশিত গীতবিতান -এর তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে  গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা (উপবিভাগ: সাধনা ও সংকল্প- ১২)। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ১৮৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।   
			
 
 
-   গ. 
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: