বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কেন যামিনী না যেতে
জাগালে না, বেলা হল মরি লাজে।
পাঠ ও পাঠভেদ:
কেন যে মন ভোলে আমার মন জানে।
তারে মানা করে কে, আমার মন মানে না॥
কেউ বোঝে না তারে, সে যে বোঝে না আপনারে।
সবাই লজ্জা দিয়ে যায়, সে তো কানে আনে না॥
তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে।
কাজ ক’রে সব সারা ওই এগিয়ে গেল কারা,
আন্মনা মন সে দিক-পানে দৃষ্টি হানে না॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের বিচিত্র পর্যায়ের ১৮ সংখ্যক গান।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। প্রত্যাশা ৭। পৃষ্ঠা: ৩৩-৩৪। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডের ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা : ৪৩-৪৫
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
রাগ: ইমন। তাল:
দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৬]