বিষয়: রবীন্দ্রসঙ্গীত দূরদেশী সেই রাখাল ছেলে আমি তারে শুধাই যবে
: গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
স্বরবিতান
প্রথম
খণ্ডে
(সংস্করণ
ভাদ্র ১৪১৩) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩ ছন্দে
''দাদরা'
তালে নিবদ্ধ।
রাগ
বৃন্দবনী
সারং। তাল
দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৫৯ ]
রাগ
বৃন্দবনী
সারং। তাল
দাদরা।[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৩]
গ্রহস্বর-র্সা।
শিরোনাম:
দূরদেশী সেই রাখাল ছেলে
পাঠ ও পাঠভেদ
আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে॥
গাইল কী গান সেই তা জানে, সুর বাজে তার আমার প্রাণে—
বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে॥
আমি তারে শুধাই যবে ‘কী তোমারে দিব আনি’—
সে শুধু কয়, ‘আর কিছু নয়, তোমার গলার মালাখানি।’
দিই যদি তো কী দাম দেবে যায় বেলা সেই ভাব্না ভেবে—
ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে॥
আমি তারে শুধাই যদি :
স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
দিই যদি তো কী দাম দেবে : গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
দিই যদি সে কী দাম দেবে : স্বরবিতান-১ (ভাদ্র
১৩৪২)
[দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
লয়-ঈষৎ দ্রুত।