বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজ কিছুতেই যায়
না মনের ভার
পাঠ ও পাঠভেদ:
আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার- হায় রে॥
মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি-
না-বলা তার কথাখানি জাগায় হাহাকার॥
সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে।
বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে-
বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি
পাঠভেদ: স্বরবিতান ৩০ খণ্ডে গানটির একটি পাঠভেদ দেয়া আছে, সেটি হলো-
আজ কিছুতেই যায় না মনের ভার
সারা আকাশ ডাকে তারে : স্বরলিপি, গীতমালিকা-১ (১৩৩৩ ও ১৩৪৫)
সকল আকাশ ডাকে তারে : কথার অংশ, গীতমালিকা-১ (১৩৩৩ ও ১৩৪৫)
গীতবিতান (শ্রাবণ ১৩৩৯ ও ভাদ্র ১৩৪৬)।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: আষাঢ় ১৩৩১ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৬৩ বৎসর ৩ মাস বয়সের রচনা।
[কাহারবা তালে নিবদ্ধ গানের তালিকা]
রাগ: পিলু - মুলতান। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
রাগ: পীলু। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৪৯।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।