বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দ্বারে কেন দিলে নাড়া
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৪৬
দ্বারে কেন দিলে নাড়া ওগো মালিনী!
কার কাছে পাবে
সাড়া ওগো মালিনী॥
তুমি তো তুলেছ ফুল, গেঁথেছ মালা, আমার আঁধার
ঘরে লেগেছে তালা।
খুঁজে তো
পাই নি পথ, দীপ জ্বালি নি॥
ওই
দেখো গোধূলির ক্ষীণ আলোতে
দিনের শেষের সোনা ডোবে কালোতে।
আঁধার নিবিড় হলে আসিয়ো পাশে, যখন দূরের
আলো জ্বালে আকাশে
অসীম পথের রাতি দীপশালিনী॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ফাল্গুন ১৩২৯ বঙ্গাব্দে
এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
৬১ বৎসর ১০ মাস বয়সের রচনা।
[সূত্র:
গীতবিতান কালানুক্রমিক সূচী।
প্রভাতকুমার মুখোপাধ্যায়]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩১৭)
পর্যায়ের
৩৪৬
সংখ্যক গান।
-
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)।
অবসান ৭।
পৃষ্ঠা: ৮১। [নমুনা]
-
স্বরবিতান
একত্রিংশ
(৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (পৌষ ১৪১২
বঙ্গাব্দ)
১৫
সংখ্যক
গান।
পৃষ্ঠা :
৫৫-৫৮।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[
দিনেন্দ্রনাথ ঠাকুর
-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান
একত্রিংশ
(৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের
(পৌষ ১৪১২
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৩।৩
মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- আড়ানা বাহার। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৬৮]
- রাগ: বসন্ত-বাহার।
তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬০
- রাগ: আড়ানা, সাহানা। তাল: দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৫]
-
গ্রহস্বর: না।
-
লয়: মধ্য।