বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কখন বাদল-ছোঁওয়া
লেগে
পাঠ ও পাঠভেদ:
কখন বাদল-ছোঁওয়া লেগে
মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে॥
ওই ঘাসের ঘনঘোরে
ধরণীতল হল শীতল চিকন আভায় ভ’রে-
ওরা হঠাৎ-গাওয়া গানের মতো এল প্রাণের বেগে॥
ওরা যে এই প্রাণের রণে মরুজয়ের সেনা,
ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা-
তাই এমন গভীর স্বরে
আমার আঁখি নিল ডাকি ওদের খেলাঘরে-
ওদের দোল দেখে আজ প্রাণে আমার দোলা ওঠে জেগে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩২২
বঙ্গাব্দের শুরুর দিকে
শান্তিনিকেতনে দাবদাহ চলছিল। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে শান্তিনিকতেন
বৃষ্টি নামলে, দাহদাহের তীব্রতা কমে যায়। রবীন্দ্রনাথ বৃষ্টিকে স্বাগত জানিয়ে
২০ থেকে ২৮ জ্যৈষ্ঠের ভিতরে তিনটি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি রচনা
করেছিলেন- ২৮ জ্যৈষ্ঠ [রবিবার ১১ জুন, ১৯২২]।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল রবীন্দ্রনাথের ৬১
বৎসর ২ মাস।
[রবীন্দ্রনাথের ৬১ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। সিন্ধুভৈরবী-আড়াঠেকা। পৃষ্ঠা: ৯-১০। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ: দেশ-কেদারা। তাল: দাদরা [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
গ্রহস্বর: সা।
লয়: মধ্যম।