বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে
 পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে। 
    সঙ্গোপনে ফুটবে 
প্রেমের মঞ্জরীতে॥
        
মন্দবায়ে অন্ধকারে দুলবে তোমার পথের ধারে,
            
গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে-
                
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে—
    এসো এসো প্রাণে মম, 
গানে মম হে।
       এসো 
নিবিড় মিলনক্ষণে  রজনীগন্ধার কাননে,
            
স্বপন হয়ে এসো আমার নিশীথিনীতে-
                
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥
	
		- পাণ্ডুলিপির পাঠ: 
		
		
		RBVBMS 464 
		[ পূরবী, বৈকালী ও অন্যান্য] 
	 [নমুনা]
- 
	 	 
		পাঠভেদ: 
- 
			তথ্যানুসন্ধান:
	- ক. রচনাকাল ও স্থান: 
		
	
	গানটি রচনার
		
	সুনির্দিষ্ট তারিখ জানা যায় নি। ১৩৩০ 
	বঙ্গাব্দের ফাল্গুন রবীন্দ্রনাথ তাঁর চীন ভ্রমণের জন্য একটি বক্তৃতা তৈরি 
	করছিলেন। এই বক্তৃতা তৈরি মাঝে মাঝে তিনি এই গানটি-সহ মোট চারটি গান রচনা 
	করেছিলেন। এই সময় 
	
	রবীন্দ্রনাথের বয়স ছিল ৬২ বৎসর ১০ মাস। [সূত্র: রবিজীবনী নবম খণ্ড (আনন্দ 
	পাবলিশার্স, জুন ২০০৮)। পৃষ্ঠা: ৫৬-৫৭]
			
				
				[রবীন্দ্রনাথের 
	৬২ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা] 
 
 
 
- 
	
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ
			- 
			গীতবিতান
			
			- 
			
			তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, শ্রাবণ ১৩৩৯ 
			বঙ্গাব্দ। গীতমালিকা দ্বিতীয় খণ্ড থেকে গানটি গৃহীত 
			হয়েছিল। পৃষ্ঠা: ৬৭৯]
			
			[নমুনা]
- 
			
			দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৪৮ বঙ্গাব্দ।
			গীতমালিকা দ্বিতীয় খণ্ড (১৩৩৬ বঙ্গাব্দ) থেকে 
			গৃহীত হয়েছিল। প্রেম (প্রেম-বৈচিত্র্য) ৭৪। পৃষ্ঠা: ৪৩ ]   [নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
			
প্রেম  (প্রেম 
বৈচিত্র্য-৭৪) পর্যায়ের 
১০১ সংখ্যক গান।
 
- গীতমালিকা দ্বিতীয় খণ্ড [বিশ্বভারতী 
			পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ]  
			দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
 
 
- 
			
			প্রবাহিনী 
			(বিশ্বভারতী ১৩৩২ 
			বঙ্গাব্দ)। প্রত্যাশা 
২৬। পৃষ্ঠা: ৪৬। [নমুনা] 
			
- 
			
			
			স্বরবিতান একত্রিংশ 
			(৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড,  পৌষ ১৪১২) 
			
	
			খণ্ডের ২২ সংখ্যক গান।
			পৃষ্ঠা ৭৭-৭৯। 
			 [নমুনা]
পত্রিকা:
		- প্রবাসী (চৈত্র, ১৩৩০)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত। 
	
		 [নমুনা] 
			
রেকর্ডসূত্র: ১৯২৬ থেকে ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভিতরে এইচ.এম.ভি. এই 
		গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। গানটির শিল্পী ছিলেন কনক দাশ। রেকর্ড 
		নম্বর:
			 
		
		P 11761।
 
		প্রকাশের 
		কালানুক্রম:  
প্রবাসী পত্রিকার 'চৈত্র ১৩৩০' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর 
		যে সকল গ্রন্থে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- প্রবাহিনী (১৩৩২ 
		বঙ্গাব্দ) ও  
		গীতমালিকা 
		দ্বিতীয় খণ্ড (১৩৩৬ বঙ্গাব্দ)।
		
		১৩৩৯ বঙ্গাব্দে গানটি গীতবিতানের তৃতীয় খণ্ডের প্রথম 
		সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। 
		১৩৪৮ 
		খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতানেরদ্বিতীয় 
		খণ্ড, দ্বিতীয় সংস্করণে প্রেম পর্যায়ের উপ-বিভাগ প্রেম-বৈচিত্র্য ৭৪ 
		সংখ্যক গান হিসেবে। 
		
		
		
		
		১৩৭১ বঙ্গাব্দের 
		আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের 
		 প্রেম 
		পর্যায়ের উপ-বিভাগ প্রেম-বৈচিত্র্য ৭৪ সংখ্যক গান 
		
		
		
		
		হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ 
		প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। 
		
 
	
	
	
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- স্বরলিপি: 
	
		
		[নমুনা]
- স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
		
	
		সুর ও তাল:
		- 
	
		
		
		স্বরবিতান একত্রিংশ
(৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) 
খণ্ডের (পৌষ ১৪১২) 
			 
		
		গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
		
		উক্ত স্বরলিপিটি ৪/৪ মাত্রা 
ছন্দে 'কাহারবা'-এ
		নিবদ্ধ।
- রাগ: পূরবী [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
- 
			
		
			রাগ-পূরবী। তাল-কাহারবা। 
			
	
	[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। 
	পৃষ্ঠা: ৫৮]
- 
			
		
		রাগ-পূরবী। তাল-কাহারবা [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০২।] 
				
গ্রহস্বর: সা
		লয়: মধ্য।