বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: তুমি মোর পাও নাই পরিচয়।
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-৩২০) পর্যায়ের ৩৪৭ সংখ্যক গান।
তুমি মোর পাও নাই পরিচয়।
তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়॥
মালা দাও তারি গলে,
শুকায় তা পলে পলে,
আলো তার ভয়ে ভয়ে রয়-
বায়ুপরশন নাহি সয়॥
এসো এসো দুঃখ, জ্বালো শিখা,
দাও ভালে অগ্নিময়ী টিকা।
মরণ আসুক চুপে
পরমপ্রকাশরূপে,
সব আবরণ হোক লয়-
ঘুচুক সকল পরাজয়॥
-
পাণ্ডুলিপির পাঠ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
প্রবাহিনী -তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে
ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি: [নমুনা:
মূল,
সুরান্তর]
-
স্বরলিপিকার:
স্বরবিতান দ্বিতীয় খণ্ডে ( প্রথম
সংস্করণে আশ্বিন ১৩৪৩) গৃহীত এই গানটির স্বরলিপিটি ছিল
দিনেন্দ্রনাথ ঠাকুরর-কৃত।
স্বরবিতান দ্বিতীয় খণ্ডে সর্বশেষ সংস্করণ (অগ্রহায়ণ ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর
হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৬৮] মূল স্বরলিপিটি
অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
সুর ও তাল:
স্বরবিতান দ্বিতীয় খণ্ডে (সংস্করণ
মাঘ
১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪
ছন্দে
কাহারবা তালে নিবদ্ধ।
[কাহারবা
তালে নিবদ্ধ গানের তালিকা]
-
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের
প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৪]
- রাগ: ভৈরবী। তাল: কাহারবা। [ রবীন্দ্রসংগীত: রাগ-সুর
নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।পৃষ্ঠা: ৫৫]
-
রাগ: ভৈরবী ।
তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১ ।
পৃষ্ঠা: ৯৭।]
- গ্রহস্বর-সা।
- লয়: মধ্য।