তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি।
কেউ কি তা জানে॥
তোমার আছে গানে গানে গাওয়া,
আমার কেবল চোখে চোখে চাওয়া-
মনে মনে মনের কথাখানি বলে এসেছি কেউ কি তা জানে॥
ওদের নেশা তখন ধরে নাই,
রঙিন রসে প্যালা ভরে নাই।
তখনো তো কতই আনাগোনা,
নতুন লোকের নতুন চেনাশোনা-
ফিরে ফিরে ফিরে-আসার আশা দ'লে এসেছি কেউ কি তা জানে॥
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা-১ম খণ্ড) খণ্ডের ৪ সংখ্যক গান। পৃষ্ঠা : ১৬-১৯] [নমুনা]
পত্রিকা: শান্তিনিকেতন পত্রিকা [জ্যৈষ্ঠ ১৩৩০ বঙ্গাব্দ। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের কালানুক্রম:
শান্তিনিকেতন পত্রিকা
'র 'জ্যৈষ্ঠ ১৩৩০ বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর
যে
সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
প্রবাহিনী
(১৩৩২ বঙ্গাব্দ) ও
গীতমালিকা
প্রথম খণ্ড প্রথম সংস্করণ (১৩৩৩
বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদিতে প্রকাশিত হওয়ার পর, ১৩৩৯ বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতান
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এরপর
১৩৪৮
বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
প্রেম পর্যায়ের ২৫ সংখ্যক গান
হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
প্রেম
পর্যায়ের ২৫
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
সুর ও তাল:
স্বরবিতান ত্রিংশ খণ্ডের (চৈত্র ১৪১৪) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দের 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১০০।
গ্রহস্বর : সা
লয় : ঈষৎ দ্রুত।