বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
      
      নাহয় তোমার যা হয়েছে তাই হল।
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
      
              নাহয় তোমার যা হয়েছে তাই হল।
      
      
              আরো কিছু নাই হল,
      
      
      নাই 
      হল,
      
      
      নাই 
      হল॥
      
      কেউ 
      যা কভু দেয় না ফাঁকি   সেইটুকু তোর থাক্-না বাকি,
      
      পথেই 
      নাহয় ঠাঁই হল॥
      
      চল্ 
      রে সোজা বীণার তারে ঘা দিয়ে।
      
      ডাইনে 
      বাঁয়ে দৃষ্টি তোমার না দিয়ে।
      
      
      হারিয়ে চলিস পিছনেরে,
      
      
      
       সামনে যা পাস কুড়িয়ে নে রে—
      
      খেদ 
      কী রে তোর যাই হল॥
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	[পাণ্ডুলিপি: 
MS. NO 111: 
		পৃষ্ঠা: ৭৩] 
- 
	
	পাঠভেদ:  
- 
	
	তথ্যানুসন্ধান 
- 
	
	ক. রচনাকাল ও স্থান: 
MS. NO 111 
পাণ্ডুলিপিতে এই গানের তারিখ পাওয়া যায়, '২৯ চৈত্র'।  উল্লেখ্য 
১৩২২ বঙ্গাব্দের ২১শে চৈত্র থেকে ৩১শে চৈত্র পর্যন্ত 
রবীন্দ্রনাথ শান্তনিকেতনে ছিলেন। এই 
সূত্রে বলা যায়, এই গানটি শান্তিনিকেতনে রচিত। এই সময় 
রবীন্দ্রনাথের 
বয়স ছিল 
৫৪ বৎসর ১২ মাস। 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ
			- গীতবিতানের বিচিত্র পর্যায়ের 
৫৬ সংখ্যক গান।
- 
	প্রবাহিনী 
	(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)।
 
			 
 বিবিধ ১৫। 
		পৃষ্ঠা: ১০৭-১০৮। [নমুনা:
		
		প্রথমাংশ,
		
		শেষাংশ]
- স্বরবিতান  ষোড়শ 
(১৬, 
গীতপঞ্চাশিকা। 
আশ্বিন 
১৪১৩) খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা: 
		৭০-৭২।
 
- গ.
		
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- 
			স্বরলিপিকার: 
- সুর ও 
			তাল:
				- 
				
				
				স্বরবিতান  ষোড়শ 
				(১৬, 
				গীতপঞ্চাশিকা। 
				আশ্বিন 
১৪১৩)
খণ্ডে 
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত 
স্বরলিপিতে 
ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।৩ মাত্রা ছন্দে 
একতাল-এ 
নিব্দ্ধ।
				
- রাগ: পিলু। 
				অঙ্গ: বাউল। তাল: 
				দাদরা। 
				
				 [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
	প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
- রাগ: পিলু। তাল: 
				দাদরা  
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
			পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৮] 
				
 
- 
গ্রহস্বর: জ্ঞমা