বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
একদা তুমি, প্রিয়ে
পাঠ ও পাঠভেদ:
একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলে
বসেছ ফুলসাজে সে কথা যে গেছ ভুলে॥
সেথা যে বহে নদী নিরবধি সে ভোলে নি,
তারি যে স্রোতে আঁকা বাঁকা বাঁকা তব বেণী,
তোমারি পদরেখা আছে লেখা তারি কূলে।
আজি কি সবই ফাঁকি-সে কথা কি গেছ ভুলে॥
গেঁথেছ যে রাগিণী একাকিনী দিনে দিনে
আজিও যায় ব্যেপে কেঁপে কেঁপে তৃণে তৃণে।
ফাগুন আজো যে রে খুঁজে ফেরে চাঁপাফুলে।
আজি কি সবই ফাঁকি—সে কথা কি গেছ ভুলে॥
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	[পাণ্ডুলিপি: 
MS. NO 111: 
		পৃষ্ঠা: ১০১]
		 
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	
	১৩২৪ 
	বঙ্গাব্দের 
	
	কার্তিকে এই গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৫৬ বৎসর ৬ মাস বয়সের রচনা।
	
	
	[সূত্র : 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]