বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে 
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: 
	বিচিত্র পর্যায়ের ৯৫ সংখ্যক গান। 
	
		
		 মাটির বুকের মাঝে বন্দী যে জল 
			মিলিয়ে থাকে
			মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে॥
			কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে
			আকাশপুরে গো,
			তখন কাজল মেঘের সজল ছায়া শূব্যে আঁকে,
			সুদূর শূন্যে আঁকে-
			মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে॥
			শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্নিজ্বালায়,
			ঝঞ্ঝা তারে দিগ্বিদিকে কাঁদিয়ে চালায়।
			তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে
			বুকের পাশে গো,
			তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে,
			আকুল চোখের জলের ডাকে—
			মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে॥ 
		
	
 
	- 
	পাণ্ডুলিপির পাঠ: 
- 	পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান:   আশ্বিন ১৩৩১ বঙ্গাব্দ। 
		শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের ৬৩ বৎসর ৫ মাস বয়সের রচনা।
- 
		 তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান:
		
- 
		
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
			
-  পত্রিকা: 
 
			-   শান্তিনেকতন পত্রিকা (আশ্বিন ১৩৩১ 
			বঙ্গাব্দ) 
 
 
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: