বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে
পাঠ ও পাঠভেদ:
যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ কেন মোর পড়ে মনে কখ্ন তারে চোখের কোণে
দেখেছিলেম অফুট প্রদোষে―
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ ওই চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,
রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
শুক্লরাতে সেই আলোকে দেখা হবে এক পলকে,
সব আবরণ যাবে যে খসে।
সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২৯ বঙ্গাব্দের ফাল্গুনে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬১ বৎসর ১০ মাস বয়সের রচনা। [গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। প্রত্যাশা ১৮। পৃষ্ঠা: ৪০-৪১। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
রক্তকরবী, বিশুর গান [রবীন্দ্র রচনাবলী ১৫, বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩ বঙ্গাব্দ, পৃষ্ঠা ৩৭৫]
স্বরবিতান ত্রিংশ (৩০, গীতমালিকা প্রথম খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৪ বঙ্গাব্দ) ৯ সংখ্যক গান। পৃষ্ঠা : ৩৩-৩৫।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা (শ্রাবণ ১৩৩০ বঙ্গাব্দ)।
প্রবাসী
(আষাঢ় ১৩২৮
বঙ্গাব্দ)।
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত
স্বরলিপিসহ
মুদ্রিত।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[
দিনেন্দ্রনাথ ঠাকুর
-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
সুর ও তাল:
স্বরবিতান
ত্রিংশ
(৩০, গীতমালিকা প্রথম খণ্ড)
খণ্ডের
(চৈত্র ১৪১৪
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৪।৪
মাত্রা ছন্দে
কাহারবা তালে নিবদ্ধ।
[কাহারবা তালে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : মিশ্র ভৈরব। বসন্তমুখারির অল্প আভাস আছে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০], পৃষ্ঠা ৭৯।
রাগ:
পরজ। তাল:
কাহারবা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা ৭৫।
[পরজ সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: ভৈরব, ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩১।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সনা।
লয়: মধ্য।