সে আমার গোপন কথা শুনে যা ও সখী!
ভেবে না পাই বলব কী॥
প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির 'পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা,
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
		ক. রচনাকাল ও স্থান: 
		গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
		১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
		
		প্রবাহিনী
		-তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে 
		ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের 
		বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
		       
		
		[৬৪ 
	বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা] 
		
		
		উল্লেখ্য, 'কর্মফল' 
		নামক গল্পকে নাট্যরূপ দিয়ে 'শোধবোধ' নাটক তৈরি করেছিলেন। এই নাটকটি 
		প্রকাশিত হয়েছিল ১৩৩২ বঙ্গাব্দের বার্ষিক বসুমতী-তে। শোধবোধে রবীন্দ্রনাথ এই গানটিসহ ৩টি গান 
		যুক্ত করেন। অপর দুটি গান হলো- 
			 বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
		
উজাড় করে লও হে