সে আমার গোপন কথা শুনে যা ও সখী!
ভেবে না পাই বলব কী॥
প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির 'পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ্ লো তাই দেয় ইশারা তারায় তারা,
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সুনিরদিষ্টভাবে জানা যায় না।
১৩৩২ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে
প্রবাহিনী
-তে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই বিচারে
ধারণা করা হয়, গানটি এই বছরের অগ্রহায়ণ মাসের আগে রচিত। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৬৪ বৎসর ৫-৬ মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
উল্লেখ্য, 'কর্মফল'
নামক গল্পকে নাট্যরূপ দিয়ে 'শোধবোধ' নাটক তৈরি করেছিলেন। এই নাটকটি
প্রকাশিত হয়েছিল ১৩৩২ বঙ্গাব্দের বার্ষিক বসুমতী-তে। শোধবোধে রবীন্দ্রনাথ এই গানটিসহ ৩টি গান
যুক্ত করেন। অপর দুটি গান হলো-
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
উজাড় করে লও হে
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। বিবিধ ১৮। পৃষ্ঠা: ১০৯। [নমুনা]
শোধবোধ
(১৯২৬ খ্রিষ্টাব্দ)। প্রথম দৃশ্য, নলিনীর গান।
রবীন্দ্ররচনাবলী সপ্তদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ৫১-৫২।
স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ৪র্থ গান। পৃষ্ঠা: ১৫-১৬।
পত্রিকা:
বার্ষিক বসুমতি (১৩৩২ বঙ্গাব্দ)। শোধবোধ নাটকের সাথে প্রকাশিত হয়।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি:
স্বরলিপিকার:
স্বরবিতান
প্রথম
খণ্ডের
প্রথম সংস্করণে (ভাদ্র ১৩৪২) এই গানটির স্বরলিপিটি ছিল
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত।
স্বরবিতান
প্রথম
খণ্ডের
সর্বশেষ সংস্করণ (ভাদ্র ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর
হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৩] মূল
স্বরলিপিটি অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান প্রথম খণ্ডে (বিশ্বভারতী, ভাদ্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ: কীর্তনাঙ্গ।। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭০]
সুরাঙ্গ : কীর্তন। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮২।
সুরাঙ্গ : বাউল। তাল : দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪২।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: পা।
লয়: ।