নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে ।
কোন্ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে॥
সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা
সাঁঝ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে ॥
ওগো, সে কোন্ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে
নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে ।
অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি,
নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [সূত্র : স্বরবিতান পঞ্চদশ খণ্ডে (চৈত্র ১৪১৩) ]
রাগ ও তাল:
স্বরবিতান পঞ্চদশ খণ্ডে (চৈত্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। গানটির স্বরলিপি ২।৪ ছন্দে 'ষষ্ঠী' তালে নিবদ্ধ।
রাগ : ঝিঁঝিট-খাম্বাজ। 'সুরের কাঙাল আমার ব্যথা/ছায়ার কাঙাল রৌদ্র যথা' এবং 'অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি' এই পঙ্ক্তিগুলির সুরে বিলাবল রাগের অল্প ছায়া আছে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
গ্রহস্বর : সা।
লয় : মধ্য।