বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
আমি এলেম তারি দ্বারে
পাঠ ও পাঠভেদ:
আমি এলেম তারি দ্বারে, ডাক দিলেম অন্ধকারে হা রে॥
আগল ধ'রে দিলেম নাড়া― প্রহর গেল, পাই নি সাড়া,
দেখতে পেলেম না যে তারে হা রে॥
তবে যাবার আগে এখান থেকে এই লিখনখানি যাব রেখে―
ফিরে যাই সুদূরের পারে হা রে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
	পাঠভেদ: 
	"শাপমোচন" 
	নাটকটি ১৩৩৮ বঙ্গাব্দের ১৫ পৌষ 'রবীন্দ্রজয়ন্তীছাত্রছাত্রী-উৎসবপরিষৎ' কর্তৃক 
	পুস্তিকাকারে প্রথম প্রকাশিত হয়। এতে এই গানটি অন্তর্ভূক্ত ছিল। পরবর্তীতে ১৩৩৯ 
	সালে ১৫ ও ১৬ চৈত্র রাতে এম্পায়ার থিয়েটারে পুনরভিনয়কালে শাপমোচনের একটি 
	পরিমার্জিত নাট্যরূপ প্রকাশিত হয়। এতে এই গানটি ভিন্নপাঠে পাওয়া যায়;যেমন-
	
	
	         আমি এলেম 
	তোমার দ্বারে,   
            ডাক দিলেম 
	অন্ধকারে।
আগল ধরে দিলেম নাড়া,  
	 প্রহর গেল পাই নি সাড়া,
            
	দেখতে পেলেম না তোমারে।
   তবে   যাবার আগে 
					এখান থেকে 
   এই    লিখনখানি যাব রেখে।
          দেখা তোমার পাই বা না পাই
          দেখতে এলেম জেনো গো তাই,
             ফিরে 
যাই সুদূরের পারে॥
                                            
	
	[সূত্র :রবীন্দ্র 
	রচনাবলী ২২, বিশ্বভারতী,আষাঢ় ১৩৯৩, পৃষ্ঠা ৯৪]
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
	
	১৩২৮ 
	বঙ্গাব্দের 
	২ অগ্রহায়নে 
	শান্তিনিকেতনে এই  
	গানটি রচিত হয়। এই বিচারে 
	গানটি রবীন্দ্রনাথের 
	৬০ বৎসর ৭ মাস বয়সের রচনা।
	
	[সূত্র : 
	
	
	গীতবিতান কালানুক্রমিক সূচী। 
	প্রভাতকুমার মুখোপাধ্যায়]