বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।
পাঠ ও পাঠভেদ:

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।

আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ

          স্বপ্নশেষের বাতায়নে    হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে

          আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ

বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,

যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।

          চাঁপাবনের কাঁপন-ছলে   লাগে আমার বুকের তলে

          আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ