শ্রাবণমেঘের আধেক দুয়ার ওই খোলা,
আড়াল থেকে দেয় দেখা কোন্ পথ-ভোলা॥
ওই-যে পুরব-গগন জুড়ে উত্তরী তার যায় রে উড়ে,
সজল হাওয়ার হিন্দোলাতে দেয় দোলা॥
লুকাবে কি প্রকাশ পাবে কেই জানে-
আকাশে কি ধরায় বাসা কোন্খানে।
নানা বেশে ক্ষণে ক্ষণে ওই তো আমার লাগায় মনে
পরশখানি নানা-সুরের-ঢেউ-তোলা॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩২৯
বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম থেকেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন। প্রবল
বর্ষণের মধ্যে শান্তিনিকেতনে বর্ষা শুরু হয়েছিল। ১লা আষাঢ় থেকে ৩১শে আষাঢ়ের
ভিতরে রবীন্দ্রনাথ গানটি -সহ মোট
৮টি গান রচনা
করেছিলেন।
এর ভিতরে তিনি গানটি রচনা করেছিলেন-
২৯ আষাঢ় [বৃহস্পতিবার ১৩ জুলাই, ১৯২২]।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৬১ বৎসর ৩ মাস ।
[রবীন্দ্রনাথের ৬১ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
বর্ষামঙ্গল (শ্রাবণ ১৩২৯ বঙ্গাব্দ)।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। ঋতু-চক্র ২৭। পৃষ্ঠা: ১৪২। [নমুনা]
নবগীতিকা দ্বিতীয় খণ্ড (১৩২৯ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ৫৫ সংখ্যক গান। পৃষ্ঠা ১৭৩-১৭৬।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা ( শ্রাবণ ১৩২৯ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: ১৩২৯
সালের শ্রাবণে মাসের শেষ 'বর্ষামঙ্গল' নামে একটি সঙ্গীতানুষ্ঠানের কথা
ছিল। পরে এই তারিখ পিছিয়ে ৩১ শ্রাবণ [বুধবার ১৬ আগষ্ট ১৯২২] করা হয়। 'বর্ষামঙ্গল'
প্রথম অনুষ্ঠিত হয়েছিল রামমোহন লাইব্রেরি হলে। এই উৎসব উপলক্ষে
প্রকাশিত 'বর্ষামঙ্গল' নামক ১৬ পৃষ্ঠার একটি পুস্তিকাতে মোট ১৮টি গান
প্রকাশিত হয়। ওই পুস্তিকাতে এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডে (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : দেশ। তাল : দাদরা/খেমটা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৯।
রাগ: বৃন্দাবনী সারং, মেঘ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৭।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সণা।
লয়: মধ্য।