বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
		শিরোনাম: 
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
পাঠ ও পাঠভেদ:
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে॥
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে-
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে॥
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে
স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে-
বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: 
 অগ্রহায়ণ  
১৩২৯ 
বঙ্গাব্দ। 
	  
রবীন্দ্রনাথের 
৬১ 
বৎসর ৭ 
মাস বয়সের রচনা।
	
	
 প্রভাতকুমার মুখোপাধ্যায় 
তাঁর - 
গীতবিতান কালানুক্রমিক সূচী 
- গ্রন্থে এই গানটির (১৩৮০ সংখ্যক গান) প্রেক্ষাপট হিসাবে লিখেছেন- ' মনে হয় 
এই গান রচনার ঠিক কুড়ি বৎসর পূর্বে ১৩০৯ অগ্রহায়ণ মাসে কবিপত্নী
মৃণালিনী 
দেবীর মৃত্যু হয়- সেই দিনটিকে স্মরণ করিয়া গানটি রচিত হইয়াছে।' 
	
 
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।প্রেম (প্রেম বৈচিত্র্য-৪৬)পর্যায়ের ৭৪ সংখ্যক গান।
নবগীতিকা দ্বিতীয় ভাগ (১৩২৯ খ্রিষ্টাব্দ)
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৩৮। পৃষ্ঠা: ১৪৯ [নমুনা]
স্বরবিতান পঞ্চদশ (১৫) খণ্ডের (চৈত্র ১৪১৩) ৩৩ সংখ্যক গান। পৃষ্ঠা ১০৬-১০৮।
		রেকর্ড সূত্র: এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল 
ডা. পশুপতি ভট্টাচার্যের কণ্ঠে। রেকর্ডি প্রকাশ করেছিল 'হিন্দুস্থান রেকর্ড' 
কোম্পানি।  রেকর্ড নম্বর 
H201।
 
রাগ: দেশ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২৩]
রাগ: দেশ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬।]
গ্রহস্বর : গা।
লয় : মধ্য