বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
মাধবী
হঠাৎ কোথা হতে এল
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
মাধবী হঠাৎ
কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে
হেসেই বলে, ‘যাই যাই যাই।’
পাতারা ঘিরে
দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তাই তাই তাই॥
আকাশের তারা
বলে তারে, ‘তুমি এসো গগন-পারে,
তোমায় চাই চাই চাই।’
পাতারা ঘিরে
দলে দলে তারে কানে কানে বলে,
‘না না না।’
নাচে তাই তাই তাই॥
বাতাস দখিন হতে
আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে,
‘আয় আয় আয়॥
বলে, ‘নীল
অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা
যায় যায় যায়।
বলে,
পূর্ণশশীর রাতি ক্রমে
হবে মলিন-ভাতি,
সময়
নাই নাই নাই।’
পাতারা ঘিরে
দলে দলে তারে কানে কানে বলে,
‘না
না না।’
নাচে
তাই তাই তাই॥
-
পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ
- তথ্যানুসন্ধান:
-
ক. রচনাকাল ও স্থান:
দোলপূর্ণিমা
১৩২৬ বঙ্গাব্দ। শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের ৭৮ বৎসর
৮ মাস বয়সের রচনা। -
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
গীতবিতান-এর
প্রকৃতি
(উপবিভাগ :
বসন্ত ৭৪)
পর্যায়ের ২৬১ সংখ্যক গান।
-
গীতিচর্চ্চা
(পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
-
নবগীতিকা
প্রথম খণ্ড
(১৩২৯ বঙ্গাব্দ)।
দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত
স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
-
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। ঋতুচক্র ৮০। পৃষ্ঠা: ১৭৭-১৭৯।
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াশ,
শেষাংশ]
-
স্বরবিতান
চতুর্দশ (১৪,
নবগীতিকা
প্রথম খণ্ড) খণ্ডের (বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ)
প্রথম গান। পৃষ্ঠা ৫-৮।
- পত্রিকা:
-
প্রবাসী
(বৈশাখ ১৩২৭
বঙ্গাব্দ)। শিরোনাম মাধবী।
-
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[স্বরবিতান
চতুর্দশ
(১৪,নবগীতিকা)
খণ্ড
(বৈশাখ ১৪১৫
বঙ্গাব্দ)]
-
সুর ও তাল:
-
স্বরবিতান
চতুর্দশ
খণ্ডে (বৈশাখ
১৪১৫ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
নেই।
উক্ত স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে
'দাদরা'
তালে নিবদ্ধ।
- রাগ: মিশ্র ছায়ানট। তাল:
দাদরা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬। পৃষ্ঠা: ৭৩]
-
রাগ:
কেদারা-ছায়ানট। তাল:দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৭।]
গ্রহস্বর-
পা।
লয়- মধ্য।