বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বাঁচান বাঁচি,
মারেন মরি-
পাঠ ও পাঠভেদ:
বাঁচান বাঁচি,
মারেন মরি-
বলো ভাই
ধন্য হরি
॥
ধন্য হরি ভবের
নাটে,
ধন্য হরি রাজ্যপাটে,
ধন্য হরি
শ্মশানঘাটে,
ধন্য হরি,
ধন্য হরি।
সুধা দিয়ে মাতান
যখন ধন্য হরি,
ধন্য হরি।
ব্যথা দিয়ে
কাঁদান যখন ধন্য হরি,
ধন্য হরি।
আত্মজনের কোলে
বুকে ধন্য হরি হাসিমুখে,
ছাই দিয়ে সব
ঘরের সুখে ধন্য হরি,
ধন্য হরি
॥
আপনি কাছে আসেন
হেসে ধন্য হরি,
ধন্য হরি।
ফিরিয়ে বেড়ান
দেশে দেশে ধন্য হরি,
ধন্য হরি।
ধন্য হরি স্থলে
জলে,
ধন্য হরি ফুলে ফলে,
ধন্য
হৃদয়পদ্মদলে চরণ-আলোয় ধন্য করি
॥
RBVBMS 358]
[নমুনা]।
পাঠভেদ: পাঠান্তর আছে।
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের
RBVBMS 358
পাণ্ডুলিপিতে গানটির স্থান ও তারিখের
উল্লেখ আছে, '১১ চৈত্র ১৩১৫'।
এই
সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৭ বৎসর ১১ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- কাব্যগ্রন্থ
- গান
- ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাউল, তাল খেমটা। পৃষ্ঠা: ৩৯৫-৩৯৬। [নমুনা:
৩৯৫,
৩৯৬]
-
গীতবিতান
প্রায়শ্চিত্ত (৩১
বৈশাখ ১৩১৬
বঙ্গাব্দ)।
দ্বিতীয় অংক ২য় দৃশ্য ধনঞ্জয়ের গান। প্রথম চরণ বলো ভাই ধন্য
হরি'।
রবীন্দ্ররচনাবলী নবম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১২৩।
স্বরবিতান নবম
(৯)। খণ্ডের ১০ম গান পৃষ্ঠা ২৩।
[নমুনা]
পত্রিকা:
-
প্রবাসী
(জ্যৈষ্ঠ ১৩১৬
বঙ্গাব্দ)।
দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। পৃষ্ঠা: ৪৮-৪৯।
[নমুনা]
সঙ্গীত
প্রকাশিকা (শ্রাবণ ১৩১৬
বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
দিনেন্দ্রনাথ ঠাকুর। প্রবাসী
-
সুরেন্দ্রনাথ
বন্দোপাধ্যায়। সঙ্গীত প্রকাশিকা
-
সুর ও তাল:
- অঙ্গ: বাউল। তাল:
দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা।
সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)
। পৃষ্ঠা: ৬৮]।
- অঙ্গ: বাউল। তাল:
দাদরা। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১,
পৃষ্ঠা: ১১৮।
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ: বাউলাঙ্গ
-
গ্রহস্বর-রা।
-
লয়-মধ্য।