পাঠ ও পাঠভেদ:
আহ্বান আসিল মহোৎসবে
অম্বরে গম্ভীর ভেরিরবে॥
পূর্ববায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে-
অরণ্যে অরণ্যে নৃত্য হবে॥
নির্ঝরকল্লোল-কলকলে
ধরণীর আনন্দ উচ্ছলে।
শ্রাবণের বীণাপাণি মিলালো বর্ষণবাণী
কদম্বের পল্লবে পল্লবে॥
পাণ্ডুলিপির পাঠ:
	পাঠভেদ: 
	
	পাঠান্তর আছে :  
                            
 ধরণীর আনন্দ উচ্ছলে                 
: গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
                                                                             
কথার অংশ, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
ধরণীর আনন্দ উছলে : স্বরলিপি, স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
		ক.  রচনাকাল ও স্থান:
বিশ্বভারতীর রবীন্দ্র-ভবন আর্কাইভ-এ রক্ষিত ১১ সংখ্যক পাণ্ডুলিপিতে (গীতবিতান, 
প্রহাসিনী, স্ফুলিঙ্গ) এই গানটি রবীন্দ্রনাথের হস্তাক্ষরে পাওয়া যায়। পাণ্ডুলিপিতে গানটি 
		রচনার স্থান ও সময়ের উল্লেখ আছে 
'শান্তিনিকেতন, '১০ শ্রাবণ ১৩৩৬/শান্তিনিকেতন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৮ বৎসর ৩ মাস।
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি (উপবিভাগ : বর্ষা ২৮) পর্যায়ের ৫৩ সংখ্যক গান।
স্বরবিতান প্রথম খণ্ডের খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ৩৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৮-১০০।[নমুনা]
পত্রিকা:
প্রবাসী (ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			
					স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
            [দিনেন্দ্রনাথ 
ঠাকুর-কৃত রবীন্দ্রসাঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান প্রথম খণ্ডে (সংস্করণ ভাদ্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে ''দাদরা' তালে নিবদ্ধ।
রাগ: মল্লার। তাল: খেমটা/ষষ্ঠী। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৪]
রাগ: সাহানা। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৫।]
রাগ: মল্লার। তাল: খেমটা/ষষ্ঠী। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৪।]
				রাগ: সাহানা। তাল: দাদরা।
			[রাগরাগিণীর এলাকায় 
				রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত 
				আকাদেমী, জুলাই ২০০১।  পৃষ্ঠা: ৬৫।]
 
				
গ্রহস্বর-গা।
লয়-মধ্য।