বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-১০৩)
পর্যায়ের ১৩০ সংখ্যক গান।
এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে
হবে।
ধরা দেবার খেলা এবার খেলতে হবে॥
ওগো পথিক, পথের টানে চলেছিলো মরণ-পানে,
আঙিনাতে আসন এবার মেলতে হবে॥
মাধবিকার কুঁড়িগুলি আনো তুলে-মালতিকার মালা গাঁথো নবীন ফুলে।
স্বপ্নস্রোতে ভিড়বি পারে, বাঁধবি দুজন দুইজনারে,
সেই মায়াজাল হৃদয় ঘিরে ফেলতে হবে॥
- পাণ্ডুলিপির পাঠ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: 'শেষ রক্ষা' নামক নাটকের জন্য গানটি রচিত
হয়েছিল। ধারণা করা হয় রবীন্দ্রনাথ ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে রচিত হয়। এই
বিচারে গানটি রবীন্দ্রনাথের ৬৬ বৎসর ২ মাস বয়সের রচনা।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম
বৈচিত্র্য-১০৩)পর্যায়ের ১৩০ সংখ্যক গান।
- শেষরক্ষা (১৩৩৫ বঙ্গাব্দ)। চতুর্থ অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। ইন্দুর
গান। রবীন্দ্ররচনাবলী ঊনিবিংশ (১৯) খণ্ড, (বিশ্বভারতী)। পৃষ্ঠা : ১৮৯।
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডের (মাঘ ১৪১২) ৪১ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৩৬-৩৮। [নমুনা]
- পত্রিকা:
- বসুমতী (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। 'শেষ রক্ষা' নাটকের সাথে মুদ্রিত হয়েছিল।
- সঙ্গীতবিজ্ঞান-প্রকাশিকা (পৌষ ১৩৩৪)। অনাদিকুমার দস্তিদার-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
[নমুনা]
-
স্বরলিপিকার:
অনাদিকুমার দস্তিদার
[অনাদিকুমার
দস্তিদার-কৃত স্বরলিপির তালিকা] -
সুর ও তাল:
-
স্বরবিতান দ্বিতীয় খণ্ডে (সংস্করণ
মাঘ
১৪১২ ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[দাদরা তালে নিবদ্ধ গানের তালিকা]
- রাগ : ছায়ানট। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার।
রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭১]
>রাগ
: ছায়ানট। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
- রাগ: ছায়ানট তাল:
দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭০]
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।