বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
পাঠ ও পাঠভেদ:
রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে
ঘরের কোণে আসন মেলে॥
বুঝি সময় হল এবার আমার প্রদীপ নিবিয়ে দেবার—
পূর্ণিমাচাঁদ, তুমি এলে॥
এত দিন সে ছিল তোমার পথের পাশে
তোমার দরশনের আশে।
আজ তারে যেই পরশিবে যাক সে নিবে, যাক সে নিবে—
যা আছে সব দিক সে ঢেলে
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসের ১৫ তারিখে শান্তিনিকেতনে অবস্থানকালে এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬০ বৎসর ১০ মাস।
		
		স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ 
		ঠাকুর 
            [দিনেন্দ্রনাথ 
		ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
		
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডে (চৈত্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দের 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র ছায়ানট। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
রাগ: ত্রিতাল। [রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন, ডঃ দেবজ্যোতি দত্ত মজুমদার, সাহিত্যলোক, ডিসেম্বর ১৯৮৭।]
রাগ: ছায়ানট। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৭।
রাগ: ছায়ানট। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৪।
গ্রহস্বর: র্সনা।
লয়: মধ্য