বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে
পাঠ ও পাঠভেদ:
আমার লতার প্রথম মুকুল চেয়ে আছে মোর পানে,
শুধায় আমারে 'এসেছি এ কোন্খানে'॥
এসেছ আমার জীবনলীলার রঙ্গে,
এসেছ আমার তরল ভাবের ভঙ্গে,
এসেছ আমার স্বরতরঙ্গ-গানে॥
আমার লতার প্রথম মুকুল প্রভাত-আলোক-মাঝে
শুধায় আমারে 'এসেছি এ কোন্ কাজে'।
টুটিতে গ্রন্থি কাজের জটিল বন্ধে,
বিবশ চিত্ত ভরিতে অলস গন্ধে,
বাজাতে বাঁশরি প্রেমাতুর দুনয়ানে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৩২ বঙ্গাব্দের ১২ই চৈত্র থেকে ২৭ই চৈত্র পর্যন্ত শান্তিনিকেতনে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ মোট ১৯টি গান রচনা করেন। এর ভিতরে এই গানটি রচনা করেছিলেন ১৭ই চৈত্র (৩১ মার্চ ১৯২৬)। এই হিসেবে তখন রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর ১১ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
তৃতীয়
খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী,
১৩৩৯
বঙ্গাব্দ)।
দ্বিতীয়
খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,
১৩৪৮
বঙ্গাব্দ)।
অখণ্ড,
তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী,
পৌষ ১৩৮০
বঙ্গাব্দ)।
প্রেম (প্রেম
বৈচিত্র্য-১০৮)পর্যায়ের ১৩৫ সংখ্যক গান।
গীতোৎসব (১৩৩৮ বঙ্গাব্দ)
বৈকালী (১৩৮১
সংস্করণ)। স্বরবিতান
পঞ্চম
(৫)
খণ্ডের (ভাদ্র ১৪১৪) ৩৭ সংখ্যক
গান।
পৃষ্ঠা ৯৪-৯৫।
পত্রিকা:
প্রবাসী (শ্রাব্ণ ১৩৩৩ বঙ্গাব্দ)।
স্বরবিতান
পঞ্চম
(৫)
খণ্ডে (ভাদ্র ১৪১৪)
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে
'দাদরা'
তালে
নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : মিশ্র খাম্বাজ। সঞ্চারীতে বিলাবলের ন্যায় স র গম প ধ ন র্স এইভাবে সরল আরোহণ করা হয়েছে। অন্তরা ও আভোগে একটি কানাড়ার স্বরবিন্যাস এসেছে— ন র্স র্র, র্র, র্স, র্র র্ম, র্জ্ঞ র্র, র্রর্ম র্ম র্র র্স র্স। গানের প্রথম পঙ্ক্তি খাম্বাজে আরম্ভ হয়েছে কিন্তু পঙ্ক্তির শেষে গারা রাগের আভাস আসে। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৭]
তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৫৮।]
লয়: মধ্য
গ্রহস্বর: র্সা