বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ: 
	হেমন্ত-১) পর্যায়ের ১৭১ সংখ্যক গান। 
	
		
			
				 হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন 
				 আঁচল ঘিরে॥ 
ঘরে ঘরে ডাক পাঠালো- 
‘দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, 
				
সাজাও আলোয় ধরিত্রীরে।’
শূন্য এখন ফুলের বাগান, 
দোয়েল কোকিল গাহে না গান,
কাশ ঝরে যায় নদীর তীরে।
যাক অবসাদ বিষাদ কালো, 
				
দীপালিকায় জ্বালাও আলো-
জ্বালাও আলো, আপন আলো, 
শুনাও আলোর জয়বাণীরে॥ 
				
দেবতারা আজ আছে চেয়ে- 
জাগো ধরার ছেলে মেয়ে,
আলোয় জাগাও যামিনীরে।
এল আঁধার দিন ফুরালো, 
				
দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, 
জয় করো এই তামসীরে॥ 
			 
			
		
	
 
	- 
	তথ্যানুসন্ধান
		- 
		ক. রচনাকাল ও স্থান:  ২৫-২৮ ফাল্গুন ১৩৩৩ বঙ্গাব্দ। 
		রবীন্দ্রনাথের ৬৫ বৎসর  ১১ মাস বয়সের রচনা।
 
- 
		খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ:
				- গীতবিতান 
				
					- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি 
					(উপ-বিভাগ : হেমন্ত-১) পর্যায়ের ১৭১ সংখ্যক গান।
 
- নটরাজ (১৩৩৮ বঙ্গাব্দ)। দীপালি। গান। রবীন্দ্ররচনাবলী অষ্টাদশ 
				খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২২৬।
- ঋতুরঙ্গ (অগ্রহায়ণ, ১৩৩৪ বঙ্গাব্দ)। 
- 
																																																					 
	
 		স্বরবিতান দ্বিতীয় খণ্ডের  (মাঘ ১৪১২) ৩২ সংখ্যক গান। 
			পৃষ্ঠা: ১১০-১১৩। 
		[নমুনা]
	
 
- পত্রিকা:
				-  বিচিত্রা (আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ)। দীপালি। গান। 
				নটরাজ-ঋতুরঙ্গশালা-এর সাথে প্রকাশিত হয়েছিল। বিচিত্রা অগ্রহায়ণ 
				১৩৩৪ সংখ্যায় দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
				
- বসুমতী (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)।  ঋতুরঙ্গ -এর সাথে গানটি প্রকাশিত 
				হয়েছিল।
 
 
- প্রকাশনা:  নটরাজ ঋতুরঙ্গশালা রচিত হয় ১৯৩৩ বঙ্গাব্দে। 
			এই গ্রন্থটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়- আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ 
			সংখ্যায়। এই সময় এই গানটিও 'নটরাজ ঋতুরঙ্গশালা'র সাথে প্রকাশিত হয়েছিল। 
			এরপর 'নটরাজ ঋতুরঙ্গশালা'-কে রবীন্দ্রনাথ কিছু পরিবর্তন করেন। 
			পরিবর্তিত এই সংস্করণটির নামকরণ করেন- 'ঋতুরঙ্গ'। 'বসুমতী' পত্রিকার 
			পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যায় 'ঋতুরঙ্গ' প্রকাশিত হয়। এই গ্রন্থের সাথে- 
			এই গানটিও প্রকাশিত হয়েছিল। বর্তমানে  রবীন্দ্ররচনাবলী ১৮তম (অষ্টাদশ 
			খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২১১-১২।) খণ্ডে এই গানটি 'নটরাজ'-এর সাথে 
			পাওয়া যায়।
 
 
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: