বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
ও যে মানে না মানা।
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড (বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর পাঠ:
ও যে মানে না মানা।
আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।'
যত বলি 'নাই রাতি— মলিন হয়েছে বাতি'
মুখপানে চেয়ে বলে,
'না, না, না'
বিধুর বিকল হয়ে খেপা
পবনে
ফাগুন করিছে হা-হা ফুলের বনে।
আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে'
দুয়ারে দাঁড়ায়ে বলে,
'না, না, না।'
RBVBMS 358]
[নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: প্রায়শ্চিত্ত নামক
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৩১৬ বঙ্গাব্দের ৩১শে বৈশাখ-এ। এই গ্রন্থের সকল গানই ১৩১৫
বঙ্গাব্দের শেষের দিকে রচিত একথা অনুমান করা যায়। এই গানটি এই গ্রন্থে প্রথম
অন্তর্ভুক্ত হয়। ধারণা করা হয়, এই গানটি রচিত হয়েছিলে সময় রবীন্দ্রনাথের ৪৭
বৎসর বয়সের দিকে।
-
খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত।
পৃষ্ঠা: ১১৯। [নমুনা]
- গান
- গীতবিতান
- প্রায়শ্চিত্ত (বৈশাখ ১৩১৬)।
পরবর্তী প্রকাশ (আষাঢ়
১৩১৬)। ৪, রামচন্দ্রের সভায়, নটীর গান। ভৈরবী। কাওয়ালি। [রবীন্দ্ররচনাবলী। নবম
খণ্ড। বিশ্বভারতী (বৈশাখ ১৩৯৩)]
-
স্বরবিতান নবম
(৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২) নবম গান। পৃষ্ঠা : ৩৩-৩৪।
- পত্রিকা:
- সঙ্গীত-প্রবেশ
পত্রিকা (আষাঢ় ১৩১৬)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
প্রায়শ্চিত্ত (১৩১৬)-এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত
স্বরলিপি প্রকাশিত হয়েছিল। বর্তমানে স্বরবিতান নবম খণ্ড (মাঘ ১৪১২)-এ এই
স্বরলিপিটি সুরান্তর হিসেবে মুদ্রিত হয়েছে। বর্তমানে
স্বরবিতান নবম
খণ্ড (মাঘ ১৪১২)-এর ৩৩-৩৪ পৃষ্ঠায় মুদ্রিত স্বরলিপিটি সম্ভবত সম্পাদক অনাদিকুমার
দস্তিদার-কৃত।
-
সুর ও তাল:
-
ভৈরবী-দাদরা [ স্বরবিতান নবম
(৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের (মাঘ ১৪১২) ]
-
রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
-
রাগ: ভৈরবী । তাল:
দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪০]
-
রাগ: ভৈরবী । তাল:
দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৭৩]
-
গ্রহস্বর: উদারার কোমল ধৈবত।
-
লয়: মধ্য।