বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এসো এসো ফিরে এসো
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম ২৫২
এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে এসো।
আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে এসো।
ওহে নিষ্ঠুর, ফিরে এসো,
আমার করুণকোমল এসো,
আমার সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো,
আমার নিতিসুখ ফিরে এসো,
আমার চিরদুখ ফিরে এসো।
আমার সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে এসো।
আমার চিরবাঞ্ছিত এসো,
আমার চিতসঞ্চিত এসো,
ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ বন্ধনে ফিরে এসো।
আমার বক্ষে ফিরিয়া এসো,
আমার চক্ষে ফিরিয়া এসো,
আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো।
আমার মুখের হাসিতে এসো,
আমার চোখের সলিলে এসো,
আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো।
আমার সকল স্মরণে এসো,
আমার সকল ভরমে এসো,
আমার ধরম-করম-সোহাগ-শরম-জনম-মরণে এসো॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০১ বঙ্গাব্দের ভাদ্র মাসে এই
গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
২৮ বৎসর ৪ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
পত্রিকা:
-
সাধনা,
'মেঘ ও রৌদ্র', বৈষ্ণব ভিক্ষুকের কণ্ঠে (আশ্বিন-কার্তিক ১৩০১
বঙ্গাব্দ)।
[নমুনা]
-
প্রবাসী
(আষাঢ় ১৩২৮ বঙ্গাব্দ)।
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত
স্বরলিপিসহ মুদ্রিত।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- দিনেন্দ্রনাথ ঠাকুর।
স্বরবিতান ত্রয়োদশ
(১৩) ১৪১৩ বঙ্গাব্দ) [দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[নমুনা]
- সুর
ও তাল:
-
স্বরবিতান ত্রয়োদশ
(১৩)
খণ্ডের ৪৯ পৃষ্ঠায় গানটির শিরোদেশে বলা হয়েছে যে, এই গানটি বিলম্বিত
গেয়।
-
স্বরবিতান ত্রয়োদশ
(১৩) খণ্ডের (জ্যৈষ্ঠ ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
- রাগ : ভৈরবী [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
-
রাগ: ভৈরবী। তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৯]
-
রাগ: ভৈরবী, কালেংড়া। তাল: কাহারবা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭২।]
- গ্রহস্বর:
জ্ঞা ।
- লয়: মধ্য।
<