বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
লুকালে বলেই খুঁজে বাহির করা
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম ৩২৫ 
	
		
			
			 লুকালে বলেই খুঁজে বাহির করা,
				ধরা যদি দিতে তবে যেত না ধরা॥
				পাওয়া ধন আনমনে হারাই যে অযতনে,
				হারাধন পেলে সে যে হৃদয়-ভরা॥
				আপনি যে কাছে এল দূরে সে আছে,
				কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।
				দূরে বারি যায় চলে, লুকায় মেঘের কোলে,
				তাই সে ধরায় ফেরে পিপাসাহরা॥
			
		
	
 
	-  পাণ্ডুলিপির পাঠ: 
	
- পাঠভেদ: 
	 
 লুকালে ব'লেই 
	খুঁজে বাহির করা         
	 :গীতবিতান (শ্রাবণ 
	১৩৩৯)
 কথার অংশ, 
	স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
 লুকালে ব'লেই 
	খুঁজে বাহির করা         
	: স্বরলিপি, 
	স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
 
 সে আসে কাছে।...লুকায় 
	মেঘের        
	: গীতবিতান (শ্রাবণ 
	১৩৩৯)
 কথার অংশ, 
	স্বরবিতান-১ (ভাদ্র ১৩৪২)
 সে রহে কাছে।...লুকায় 
	মেঘের          
	: স্বরলিপি, 
	স্বরবিতান-১ (শ্রাবণ ১৩৪২)
 
-  
	তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান: আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৬৬ বৎসর ১২ মাস বয়সের রচনা।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- গ্রন্থ
		- 
		গীতবিতান 
		
		
			- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ),  
			উপ-বিভাগ : প্রেম বৈচিত্র্য ২৯৮,  ১৮ 
			সংখ্যক গান পৃষ্ঠা: ৫২-৫৩।
 
- শেষরক্ষা 
		- (বিশ্বভারতী, শ্রাবণ ১৩৩৫ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য, ইন্দুর গান।
- রবীন্দ্ররচনাবলী ঊনবিংশ (১৯) খণ্ড, পৃষ্ঠা : ১৯০-৯১। 
 
-  
			
	স্বরবিতান
				প্রথম খণ্ডের  (সংস্করণ ভাদ্র ১৪১৩) ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: 
			৫২-৫৩
 
-  রেকর্ডসূত্র: 
-  প্রকাশের 
	কালানুক্রম: 
 
 
- গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
	-  স্বরলিপি:  
	স্বরলিপি 
	(স্বরবিতান
				প্রথম খণ্ড, ভাদ্র ১৪১৩)।
-  স্বরলিপিকার: 
	দিনেন্দ্রনাথ ঠাকুর।
 [দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-  
	সুর ও তাল:  
	
		- 
	স্বরবিতান
				প্রথম খণ্ডে 
		(		(সংস্করণ 
ভাদ্র ১৪১৩) গৃহীত 
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে 
			দাদরা তালে 
		নিবদ্ধ।
 [দাদরা 
				তালে নিবদ্ধ গানের তালিকা]
- রাগ: মিশ্র। স্থায়ী, অন্তরা ও আভোগ ইমনী বিলাবলে আছে, সঞ্চারীর রাগ 
			অস্পষ্ট। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। 
			রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : 
			৭৬]
-  
		রাগ:  কীর্তন। তাল:  [রবীন্দ্রসংগীত: 
		রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],  পৃষ্ঠা: ৭৭। 
-  
		রাগ: বাউল। তাল: 
		দাদরা।  [রাগরাগিণীর এলাকায় 
		রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত 
		আকাদেমি, জুলাই ২০০১], 
		পৃষ্ঠা: ১৩৪। 
 
 
		-  বিষয়াঙ্গ:  
		প্রেম
- সুরাঙ্গ: 
		বাউলাঙ্গ
-  গ্রহস্বর: 
সা
 
 
। 
		লয়: মধ্য।