বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি ওই
আকাশ-’পরে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বর্ষা-২৫) পর্যায়ের ৫০ সংখ্যক গান।
আজি ওই আকাশ-’পরে সুধায় ভরে আষাঢ়-মেঘের ফাঁক।
হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ॥
একি হাসির বাঁশির তান, একি চোখের জলের গান-
পাই নে দিশে কে জানি সে দিল আমায় ডাক॥
আমার নিরুদ্দেশের পানে কেমন করে টানে এমন করুণ গানে।
ওই পথের পারের আলো আমার লাগল চোখে ভালো,
গগনপারে দেখি তারে সুদূর নির্বাক্॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:স্বরবিতান একত্রিংশ খন্ডের পাঠভেদ অংশে এই গানটির একটি পাঠভেদ রয়েছে-
আজি ওই আকাশ-’পরে সুধায় ভরে
হৃদয় মাঝে মধুর বাজে : স্বরলিপি, গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
আমার হৃদয় মাঝে মধুর বাজে : কথার অংশ, গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 464
পাণ্ডুলিপিতে গানটির সাথে রচনার তারিখ
উল্লেখ আছে- '২ আষাঢ়/১৩৩২'।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৪ বৎসর মাস।
[৬৪
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গানটি রবীন্দ্রনাথের ৬৪ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতমালিকা দ্বিতীয় খণ্ড (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) ৩১ সংখ্যক গান। পৃষ্ঠা ১০৭-১০৯।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা (শ্রাবণ ১৩৩২ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল:
স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডে (পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ। [ দাদরা নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।