বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ পথে আমি- যে গেছি বার বার
পাঠ ও পাঠভেদ:
এ পথে আমি- যে গেছি বার বার, ভুলি নি তো এক দিনও।
আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ॥
তবু মনে মনে জানি নাই ভয়, অনুকূল বায়ু সহসা যে বয়-
চিনিব তোমায় আসিবে সময়, তুমি যে আমায় চিন॥
একেলা যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা।
তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা।
পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল-
গন্ধে তাদের গোপন মৃদুল সঙ্কেত আছে লীন॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms.027
Ms.028
Ms.298
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৩২ বঙ্গাব্দের ২৫ থেকে ২৭শে চৈত্রের
ভিতরে শান্তিনিকেতনে থাকাকালে এই গানটি-সহ মোট রবীন্দ্রনাথ দুটি গান রচনা
করেছিলেন। গান দুটি তিনি রচনা করেছিলেন ৬৪ বৎসর ১১ মাস অতিক্রান্ত বয়সে।
[রবীন্দ্রনাথের
৬৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৯ বঙ্গাব্দ)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (উপবিভাগ : প্রেম বৈচিত্র্য ২৪৬)পর্যায়ের ২৭৬ সংখ্যক গান।
স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৮-৬৯।
স্বরলিপি: নমুনা, স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩)।
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
স্বরবিতান
প্রথম
খণ্ডে
(সংস্করণ
ভাদ্র ১৪১৩) গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩ ছন্দে
''দাদরা'
তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
রাগ: মিশ্র বেহাগ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা: ৭৯]
রাগ: বেহাগ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৫]
রাগ: বেহাগ, খাম্বাজ। তাল: দাদরা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]
[বেহাগ
রাগে নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।