বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা: 
শিরোনাম: 
  প্রভু,
বলো বলো কবে।
পাঠ ও পাঠভেদ: 
নীল আকাশের কোণে কোণে ওই আজ শিহর লাগে আহা।
শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন-জাগে আহা॥
সুদূরে কার পায়ের ধ্বনি গণি গণি দিন-রজনী
ধরণী তার চরণ মাগে আহা॥
দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস ‘জাগো জাগো’।
ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্ কথা গো।
শূন্যে তোমার ওগো প্রিয় ‘উত্তরীয় উড়ল কি ও
রবির আলো রঙিন রাগে আহা॥
ঘ. প্রাসঙ্গিক পাঠ :
ঙ. স্বরলিপিকার : দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ড (পৌষ ১৪১২ বঙ্গাব্দ)]
চ. 
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরবিতান 
একত্রিংশ (৩১, 
গীতমালিকা দ্বিতীয় খণ্ড) খণ্ডে 
(পৌষ ১৪১২ বঙ্গাব্দ)
		 
		গৃহীত স্বরলিপিতে  
		গানটির রাগ-তালের কোন উল্লেখ নেই। 
উক্ত 
স্বরলিপিটি ৩।৩ মাত্রা
ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
		রাগ- মিশ্র কেদারা। 
তাল- দাদরা।
		গ্রহস্বর- 
পা।
লয়- মধ্য।