বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: ঝর ঝর 
		রক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে।
		পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান  (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: 
	
		
			ঝর ঝর 
		রক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে।
					            ধরণী রাঙা হল রক্তে নেয়ে
			॥
					ডাকিনী 
		নৃত্য করে   প্রসাদ      -রক্ত-তরে-
		            তৃষিত     ভক্ত তোমার আছে চেয়ে
		॥
		
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ:
	
- পাঠভেদ: 
- 
	
	তথ্যানুসন্ধান
	
		- 
		ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ:
- বিসর্জন
	- 
	প্রথম সংস্করণ 
	[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র। ১২৯৭ বঙ্গাব্দ। প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য। 
				সকলের গান ও নৃত্য। বিভাস-কাওয়ালি। পৃষ্ঠা: ১৬]
	[নমুনা] 
	
 
- গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের ৪৯ সংখ্যক গান।
- স্বরবিতান অষ্টাবিংশ (২৮) খণ্ডের দশম 
(১০ সংখ্যক) গান। পৃষ্ঠা ২৭-২৮ ।
 
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- 
			স্বরলিপি:
- স্বরলিপিকার:
			
- 
			সুর ও তাল: 
			
			- রাগ: বিভাস। তাল: দাদরা
			[রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৫৩]।রাগ: বিভাস (বাংলা)। তাল:
			
			দাদরা।
			[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
			প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
			পৃষ্ঠা: ৯৩]