বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ঝর ঝর রক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে। পাঠ ও পাঠভেদ:
ঝর ঝর রক্ত ঝরে কাটা মুণ্ডু বেয়ে।
            ধরণী রাঙা হল রক্তে নেয়ে ॥
ডাকিনী নৃত্য করে   প্রসাদ      -রক্ত-তরে-
            তৃষিত     ভক্ত তোমার আছে চেয়ে ॥