বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত।  
শিরোনাম: 
		
সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে
	- গীতবিতান 
	(বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: প্রকৃতি
	: 
	১৫৩
		
			
       সখী,    প্রতিদিন হায় এসে ফিরে যায় কে।
তারে    
আমার মাথার একটি কুসুম দে॥
যদি    
শুধায় কে দিল কোন্ ফুলকাননে,
মোর    
শপথ, আমার নামটি বলিস নে॥
সখী,    
সে আসি ধুলায় বসে যে তরুর তলে
সেখা    
আসন বিছায়ে রাখিস বকুলদলে।
সে যে    
করুণা জাগায় সকরুণ নয়নে-
যেন    
কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥
			
		
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
	 
- 
	
	
	তথ্যানুসন্ধান
 
		- 
		
		ক. রচনাকাল ও স্থান: 
		১৩০৪ বঙ্গাব্দের আশ্বিন মাসের শুরুতে রবীন্দ্রনাথ শিলাইদহে 
		যান। তারপর পাবনার ইছামতী, যমুনা বরাল, বলেশ্বরী নদী ধরে সাজাদপুরের 
		উদ্দেশ্যে পৌঁছান ৮ তারিখে। ৯ আশ্বিন সাজাদপুর থেকে পতিসরের দিকে 
		যাত্রা করেন এবং পতিসরে ১০ আশ্বিনে পৌঁছান। ১০ আশ্বিন পতিসরে পৌঁছানোর আগেই 
		নাগর নদীতে নৌকাতে এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৬ 
		বৎসর ৫ মাস।
 
- 
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ: 
			
				- 	 
		
		কল্পনা 
			
				- 
				প্রথম সংস্করণ 
				(আদি ব্রাহ্মসমাজ প্রেস, বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ )। শিরোনাম : সকরুণা। আলেয়া। 
				পৃষ্ঠা: ৬৪[নমুনা]
				
 
- 
			কাব্যগ্রন্থ
			- 
			
			চতুর্থ খণ্ড [মজুমদার লাইব্রেরি ১৩১০]  কল্পনা। সকরুণা। 
			ছায়ানট। । পৃষ্ঠা: ১৬৯ [নমুনা]
- 
					অষ্টম খণ্ড। (মজুমদার লাইব্রেরি, 
				১৩১০ বঙ্গাব্দ)। বিবিধ। আলেয়া।  পৃষ্ঠা: ১৬
[নমুনা]
 
- 
			
			
			গান
				
- 	
				
				গীতবিতান
					- 
					প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
					[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত 
					'কল্পনা' নামক 
					কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯৩] 
					
					[নমুনা]
- 
					
					দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)।
- 
					
					
					অখণ্ড, 
					
					তৃতীয় 
					সংস্করণ 
					(বিশ্বভারতী,
					
					কার্তিক ১৪১২), 
					পর্যায়:
					প্রেম
৬১, 
					উপবিভাগ: 
					প্রেম বৈচিত্র্য-৩৪,
পৃষ্ঠা: । [নমুনা]
 
- 
				
				স্বরবিতান পঞ্চাশ্চত্তম (৫০) খণ্ডের 
				(চৈত্র ১৪১৩) 
২৫ সংখ্যক 
				গান। পৃষ্ঠা : ৮৩-৮৪।[নমুনা]
 
- 
	পত্রিকা:
			
			
				- 
				
				
				
				
				বীণাবাদিনী (বৈশাখ 
				১৩০৫ বঙ্গাব্দ)।
				স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল,
তবে 
				স্বরলিপিকারের নাম অনুল্লিখিত ছিল
				।
 
 
- 
			
			রেকর্ডসূত্র: 
			গানটি প্রথম কণক দাসের কণ্ঠে রেকর্ড হয়েছিল। রেকর্ড নম্বর : 
			P11834।
- 
			
			প্রকাশের 
			কালানুক্রম: রবীন্দ্রনাথের  
			৩৬ বৎসর ১২ মাস বয়সে গানটি প্রথম প্রকাশিত হয়।
 
 
- 
		
		গ. 
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		
			- 
			
			স্বরলিপি:
			
			[স্বরলিপি]
- 
			স্বরলিপিকার:
			
			
			দিনেন্দ্রনাথ ঠাকুর।
- 
			
			সুর ও 
			তাল:
				- 
				
				
				
				স্বরবিতান পঞ্চাশ্চত্তম
				
				খণ্ডে (চৈত্র ১৪১৩ 
				বঙ্গাব্দ) 
				গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
				৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
				
- 
				
				রাগ : আলাহিয়া 
				বিলাবল। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার, 
				রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০] 
				পৃষ্ঠা : ৬৮।
- 
				
				রাগ : 
				ছায়ানট। তাল : দাদরা।
				;[রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
				
			
				পৃষ্ঠা: ৮০।
- 
			রাগ: 
				সরফর্দা (আলেয়া?)।
				
				তাল: দাদরা।
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: 
				১৩৯।