বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজ
শ্রাবণের আমন্ত্রণে
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি ৫৬। বর্ষা ৩১।
আজ
শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,
ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে
॥
ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে,
চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে
॥
প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে
কালহারা কোন্ কালের পানে ছুটে
॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 011
Ms. 154
Ms. 287
পাঠভেদ: পাণ্ডুলিপিতে গানটির প্রথম পংক্তি ছিল 'আজ শ্রাবণের নিমন্ত্রণে'।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
বিশ্বভারতীর রবীন্দ্র-ভবন আর্কাইভ-এ রক্ষিত ১১ সংখ্যক পাণ্ডলিপিতে
(গীতবিতান, প্রহাসিনী, স্ফুলিঙ্গ) এই গানটি রবীন্দ্রনাথের হস্তাক্ষরে পাওয়া
যায়। এই পাণ্ডুলিপির এটি সর্বশেষ গান। পাণ্ডুলিপিতে গানটির স্থান ও সময়ের
উল্লেখ নেই। কিন্তু গানটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল ১৩৩৬
বঙ্গাব্দের ভাদ্র মাসে। এই বিচারে অনুমান করা যায়, হয়তো গানটি ১৩৩৬
বঙ্গাব্দের শ্রাবণ মাসে রচিত। এই বিচারে ধরা যায়, গানটি রবীন্দ্রনাথের বয়স
ছিল ৬৮ বৎসর ৩ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
বনবাণী (আশ্বিন ১৩৩৮), বর্ষামঙ্গল।
স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ৩৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০৭-১০৮।
পত্রিকা:
প্রবাসী (ভাদ্র ১৩৩৬ বঙ্গাব্দ)।
বিচিত্রা (ভাদ্র ১৩৩৯ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুরকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার:
স্বরবিতান
প্রথম
খণ্ডের
প্রথম সংস্করণে (ভাদ্র ১৩৪২) এই গানটির স্বরলিপিটি ছিল
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত।
স্বরবিতান
প্রথম
খণ্ডের
সর্বশেষ সংস্করণ (ভাদ্র ১৩৭৭) এই স্বরলিপিটির অংশবিশেষ পরে পাঠান্তর
হিসেবে সুরভেদ ছন্দোভেদ পত্রে যুক্ত হয়েছে। [পৃষ্ঠা: ১৫৬] মূল
স্বরলিপিটি অনাদিকুমার দস্তিদারের সম্পাদিত।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান প্রথম খণ্ডে (সংস্করণ ভাদ্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ। [মূল স্বরলিপি, সুরান্তর]
রাগ: মল্লার। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৫]
রাগ:
সাহানা। তাল:
'দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৪৯।]
[দাদরা
তালে নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।