বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
 আপনারে দিয়ে রচিলি রে
কি এ আপনারই আবরণ
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	পূজা (সাধনা ও সংকল্প-১০) পর্যায়ের ১৮৪ সংখ্যক গান। 
	
	
আপনারে দিয়ে রচিলি রে
কি এ আপনারই আবরণ !
খুলে দেখ্ দ্বার,
অন্তরে তার আনন্দনিকেতন 
॥
মুক্তি আজিকে 
নাই কোনো ধারে,  
আকাশ সেও যে বাঁধে কারাগার,
বিষনিশ্বাসে তাই 
ভরে আসে নিরুদ্ধ সমীরণ 
॥
ঠেলে দে আড়াল
; 
ঘুচিবে 
আঁধার— আপনারে ফেল্ দূরে—
সহজে তখনি জীবন 
তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া 
রাখ্ তোর বাঁশি    বাজাবার যিনি বাজাবেন আসি—
ভিক্ষা না নিবি,
তখনি জানিবি  ভরা আছে তোর ধন্ 
॥
	
পাণ্ডুলিপির পাঠ:
	
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
		
		RBVBMS 027 
		
			[নমুনা]
		
		
		
		
		RBVBMS 028 
	 [নমুনা]
		
		
		
		
		RBVBMS 298 
		[নমুনা]
	
	
	
 
	
	তথ্যানুসন্ধান
		- 
	 ক. রচনাকাল ও স্থান: স্বরবিতান 
		তৃতীয় খণ্ডের 'রচনা ও প্রকাশকাল' অংশে [পৃষ্ঠা১৬৮] গানটির রচনাকাল স্থান 
		হিসেবে উল্লেখ আছে- ১ বৈশাখ ১৩৩৩, শান্তিনিকেতন।
 
		গানটি রবীন্দ্রনাথের 
		৬৫ বৎসর পূর্ণ 
		হওয়ার ২৪ দিন আগে গানটি রচিত হয়েছিল।  
		
 [রবীন্দ্রনাথের 
		৬৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-  
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			 গ্রন্থ:
			
- 
		 পত্রিকা:
			
-   
			রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
			
- প্রকাশের কালানুক্রম: 
				রবীন্দ্রনাথ গানটি ১৩৩৩ বঙ্গাব্দের ১ বৈশাখ রচনা করেছিলেন এবং গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'শান্তিনিকেতন' পত্রিকার 'বৈশাখ ১৩৩৩' সংখ্যায়। এরপর প্রবাসী পত্রিকার শ্রাবণ ও কার্তিক সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল।
এরপর ১৩৩৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রকাশিত গীতবিতান -এর তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা (উপবিভাগ: সাধনা ও সংকল্প- ১০)। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের পূজা পর্যায়ের ১৮৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।   
 
				
 
 
 
-  রাগ. 
		
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			-  
			
			স্বরলিপিকার: 
			দিনেন্দ্রনাথ ঠাকুর
-  সুর ও তাল:
			
			
				- 
							
				
স্বরবিতান
 তৃতীয়  (৩) 
		খণ্ডে (মাঘ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
				নেই। উক্ত গানটি স্বরলিপিটি ৩।৩ 
মাত্রা ছন্দে নিবদ্ধ। 
 [স্বরলিপি]
-  
				রাগ: আশাবরী-ভৈরবী
 
-  
				রাগ: 
					আশাবরী-ভৈরবী। 
					তাল: দাদরা [রবীন্দ্রসংগীত :রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
		(প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)। পৃষ্ঠা: ২৭]।
-  
				রাগ: আশাবরী (ঋ)। তাল: দাদরা।  >[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, 
					জুলাই ২০০১, পৃষ্ঠা: 
					৫৩।]
 
-  
			গ্রহস্বর-সা। 
			
 
- 
 
			লয়-মধ্য।