বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আপনারে দিয়ে রচিলি রে
কি এ আপনারই আবরণ
পাঠ ও পাঠভেদ:
আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ !
খুলে দেখ্ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥
মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশ সেও যে বাঁধে কারাগার,
বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥
ঠেলে দে আড়াল ; ঘুচিবে আঁধার— আপনারে ফেল্ দূরে—
সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্ তোর বাঁশি বাজাবার যিনি বাজাবেন আসি—
ভিক্ষা না নিবি, তখনি জানিবি ভরা আছে তোর ধন্ ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: স্বরবিতান
তৃতীয় খণ্ডের 'রচনা ও প্রকাশকাল' অংশে [পৃষ্ঠা১৬৮] গানটির রচনাকাল স্থান
হিসেবে উল্লেখ আছে- ১ বৈশাখ ১৩৩৩, শান্তিনিকেতন।
গানটি রবীন্দ্রনাথের
৬৫ বৎসর পূর্ণ
হওয়ার ২৪ দিন আগে গানটি রচিত হয়েছিল।
[রবীন্দ্রনাথের
৬৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: সাধনা ও সংকল্প: ১০, পৃষ্ঠা: ৮০।
[নমুনা]অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১৮৪, উপ-বিভাগ : সাধনা ও সংকল্প: ১০।
স্বরবিতান তৃতীয় (৩) খণ্ডের (মাঘ ১৪১২) ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৪-৭৭। [নমুনা]
পত্রিকা:
এরপর ১৩৩৯ বঙ্গাব্দের শ্রাবণ মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণে
গানটি
প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের
মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা (উপবিভাগ:
সাধনা ও সংকল্প-
১০)।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের
পূজা পর্যায়ের ১৮৪ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০
বঙ্গাব্দের পৌষ মাসে।
রাগ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
সুর ও তাল:
স্বরবিতান
তৃতীয় (৩)
খণ্ডে (মাঘ ১৪১২) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
নেই। উক্ত গানটি স্বরলিপিটি ৩।৩
মাত্রা ছন্দে নিবদ্ধ।
[স্বরলিপি]
রাগ: আশাবরী-ভৈরবী
রাগ: আশাবরী-ভৈরবী। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত :রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)। পৃষ্ঠা: ২৭]।
রাগ: আশাবরী (ঋ)। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৫৩।]
গ্রহস্বর-সা।
লয়-মধ্য।