স্বরবিতান-৩

এই গ্রন্থের মাঘ ১৪১২ মুদ্রণের ১৫৫ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

স্বরবিতান তৃতীয় খণ্ড প্রকাশিত হয় বৈশাখ ১৩৪৫ সালে। প্রথম-প্রকাশিত এই গ্রন্থের সম্পাদনা শ্রীশৈলজারঞ্জন মজুমদার-কৃত। আষাঢ় ১৩৫৯ সালে মুদ্রিত দ্বিতীয় সংস্করণের সম্পাদনা করেন অনাদিকুমার দস্তিদার। 'তুমি কিছু দিয়ে যাও' গানটির স্বরলিপি স্বরবিতান পঞ্চম খণ্ডে 'নবীন'-গীতিগুচ্ছের অন্যতমরূপে মুদ্রিত থাকায় বর্তমান গ্রন্থের দ্বিতীয় সংস্করণ ( আষাঢ় ১৩৫৯) হইতে উহা বর্জিত হইয়াছে।

এই গ্রন্থের প্রায় সব স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর -কৃত। শান্তিনিকেতনের ছাত্রী শ্রীমতী সাবিত্রী গোবিন্দের কণ্ঠে বিভিন্ন দক্ষিণ-ভারতীয গান শুনিয়া রবীন্দ্রনাথ যে-সকল গান রচনা করেন 'নীলাঞ্জনছায়া' তাহার অন্যতম। উহার দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি বর্তমান গ্রন্থে ১১-সংখ্যক গানের প্রথম স্বরলিপিরূপে মুদ্রিত। সাবিত্রীদেবী-কর্তৃক প্রচারিত দক্ষিণ-ভারতীয় সুরে রচিত অন্য তিনটি রবীন্দ্রসংগীতের স্বরলিপি স্বরবিতান পঞ্চম খণ্ডে আছে। 'নীলাঞ্জনছায়া' গানটির অপেক্ষাকৃত অলংকৃত একটি রূপ শ্রীমতি সাবিত্রীদেবীর সৌজন্যে পাওয়া গিয়াছে। উহা শ্রীশৈলজারঞ্জন মজুমদার-কর্তৃক লিপিবদ্ধ ও ১১-সংখ্যক গানের ভিন্ন স্বরলিপিরূপে মুদ্রিত হইয়াছে। এই গানটির গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গান ও স্বরলিপি সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্যাদি, এবং উহাদের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল     বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

কার্তিক ১৩৮৭

এই গ্রন্থে গৃহীত গানের সংখ্যা হলো- ৪৯। নিচে এই গ্রন্থে গৃহীত গানগুলির তালিকা তুলে ধরা হলো।

অরূপ তোমার বাণী [পূজা-৯] [তথ্য] [নমুনা]
আজি সাঁঝের যমুনায় গো [প্রেম-২৮০] [তথ্য] নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
আন্‌মনা, আন্‌মনা [প্রেম-৮০] [তথ্য] [নমুনা]
আপনারে দিয়ে রচিলি রে কি এ [পূজা-১৮৪] [তথ্য] [নমুনা]
আমার আঁধার ভালো, আলোর কাছে [পূজা-১৯৪] [তথ্য] [নমুনা]
আমার ঢালা গানের ধারা [পূজা-৩২] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
আমার নয়ন তোমার নয়নতলে [প্রেম-৯২] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
আমার প্রাণের গভীর গোপন [পূজা-৩৪০] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
আয় আয় আয় আমাদের অঙ্গনে [আনুষ্ঠানিক-১১] [তথ্য] [নমুনা]
আরো একটু বসো তুমি [প্রেম-১০৬] [তথ্য] [নমুনা
একটুকু ছোঁওয়া লাগে [প্রকৃতি-১৯৮] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
এবার দুঃখ আমার অসীম পাথার [পূজা-১৯৫] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
ওরে ঝড় নেমে আয় [প্রকৃতি-৫৯] [তথ্য] [নমুনা]
ওরে প্রজাপতি মায়া দিয়ে [বিচিত্র-৭৮] [তথ্য] [নমুনা]
কেন রে এতই যাবার ত্বরা [প্রেম-১৬৯] [তথ্য] [নমুনা]
ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে [পূজা-৩৩২] [তথ্য] [নমুনা]
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে। [বিচিত্র-৫০, তাসের দেশ] [তথ্য [নমুনা]
চপল তব নবীন আঁখি দুটি [প্রেম-৭৭] [তথ্য] [নমুনা]
ছিন্ন পাতার সাজাই তরণী [পূজা-৫৮০] [তথ্য] [নমুনা: মূল, সুরান্তর]
ছুটির বাঁশি বাজল যে [প্রেম-২৩] [তথ্য] [নমুনা]
জানি জানি তোমার প্রেমে [পূজা-৫৫২] [তথ্য] [নমুনা]
তপস্বিনী হে ধরণী [প্রকৃতি-২৪] [তথ্য] [নমুনা]
তুমি আমায় ডেকেছিলে [প্রেম-২৮৮] [তথ্য] [নমুনা]
তুমি উষার সোনার বিন্দু [বিচিত্র-৯১] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া [পূজা-১৫০] [তথ্য] [নমুনা]
তোমার বীণা আমার মনোমাঝে [পূজা-৭] [তথ্য] [নমুনা]
দিনশেষে বসন্ত যা প্রাণে [প্রকৃতি-২১২] [তথ্য] [নমুনা]
দিয়ে গেনু বসন্তের এই গানখানি [প্রেম-১৫] [তথ্য] [নমুনা]
দূর রজনীর স্বপন লাগে [বিচিত্র ৭২] [তথ্য] [নমুনা]
দে পড়ে দে আমায় তোরা [প্রেম-৭১] [তথ্য] [নমুনা]
দেখা না-দেখায় মেশা [বিচিত্র-৯০] [তথ্য] [নমুনা]
নাই নাই ভয় হবে হবে জয়[স্বদেশ-১২] [তথ্য] [নমুনা]
নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় [প্রকৃতি-৫৫] [তথ্য] [নমুনা]
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন [প্রেম-২৫৮] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
নূপুর বেজে যায় রিনিরিনি [প্রেম-১০৫] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
পথে চলে যেতে যেতে [পূজা-৫৭২] [তথ্য] [নমুনা]
বাঁশি আমি বাজাই নি কি [প্রেম-২৪] [তথ্য] [নমুনা
মধুর তোমার শেষ যে না পাই [পূজা-৬০৪] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
মরণসাগরপারে তোমরা অমর [পূজা-৬১৩] [তথ্য] [নমুনা]
রঙ লাগালে বনে বনে [প্রকৃতি-২৩৬] [তথ্য] [নমুনা]
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি [প্রেম-২৭৯] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
শিউলি ফুল, শিউলি ফুল [প্রকৃতি-১৪৭] [তথ্য] [নমুনা]
সকালবেলার আলোয় বাজে [প্রেম-১৬৬] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
সকাল বেলার কুঁড়ি [বিচিত্র-২৪] [তথ্য] [নমুনা]
সুনীল সাগরের শ্যামল কিনারে[প্রেম-৩৮] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
সে কোন পাগল যায় [বিচিত্র-১০৮] [তথ্য] [নমুনা]
সে যে মনের মানুষ বসিয়ে রাখিস [পূজা-৫৪৮] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]
সেই ভালো সেই ভালো [প্রেম-১৯০] [তথ্য] [নমুনা]
হার মানালে গো, ভাঙিলে অভিমান [পূজা-৫৬৯] [তথ্য] [নমুনা: মূল স্বরলিপি, সুরান্তর]